সিডনি ছেড়ে পার্থে জেসন রয়

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিগ ব্যাশের আসন্ন মৌসুমে পার্থ স্কোরচার্সের জার্সিতে দেখা যাবে জেসন রয়কে। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছে স্কোরচার্স কর্তৃপক্ষ। দলে স্বদেশী লিয়াম লিভিংস্টোনকে সঙ্গী হিসেবে পাচ্ছেন ইংলিশ এই ওপেনার।
এর আগেও বিগ ব্যাশে খেলেছেন রয়। বিবিএলের চতুর্থ, ষষ্ঠ এবং সপ্তম মৌসুমে ছিলেন সিডনি সিক্সার্সে। দলটির হয়ে ১৩টি ম্যাচ খেলে ১৭২ রান সংগ্রহ করেন তিনি। তবে ছিল না কোনো হাফ সেঞ্চুরি।

এবার ৩ মৌসুম পর আবারও বিগ ব্যাশে নতুন দলের হয়ে ফিরছেন রয়। তিনি ছাড়াও আসন্ন মৌসুমে দেখা যাবে একাধিক ইংলিশ ক্রিকেটারকে। হোবার্ট হ্যারিকেন্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ডেভিড মালান।
গেল মৌসুমের মতো এবারেও ব্রিসবেন হিটে থাকছেন টম ব্যান্টন, টম কারান খেলবেন সিক্সার্সদের হয়ে। এছাড়া অ্যালেক্স হেলস ফিরতে যাচ্ছেন সিডনি থান্ডারে। তবে জোফরা আর্চারের বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
আগের ৯ মৌসুমে একাদশে দুই বিদেশি খেলানোর নিয়ম থাকলেও আসন্ন মৌসুমে সেটার পরিবর্তন আসছে। আগামী দুই মৌসুম একাদশে তিন বিদেশি খেলাতে পারবে দলগুলো। চলতি সপ্তাহেই এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।
ইংল্যান্ড দলের দক্ষিণ আফ্রিকা সফর শেষ হবে ৯ ডিসেম্বর। এরপর অস্ট্রেলিয়া পৌঁছে কোয়ারেন্টাইন পালনের পর বিগ ব্যাশে অংশ নিতে পারবেন ইংলিশ ক্রিকেটাররা। টুর্নামেন্টে সূচি এখনও ঘোষণা না করলেও ধারণা করা হচ্ছে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে শুরু হবে।