ভারতের বিপক্ষে অভিষেকের অপেক্ষায় গ্রিন

ছবি: ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অনেক বাঁধা বিপত্তি পেরিয়ে চূড়ান্ত হয়েছে কোহলিদের অস্ট্রেলিয়া সফর। আর ভারতের বিপক্ষে সিরিজকে সামনে রেখে ওয়ানডে এবং টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। যেখানে দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন বোলিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। একই সঙ্গে দীর্ঘ প্রায় তিন বছর পর দলে জায়গা পেয়েছেন মিডিয়াম পেস বোলিং অলরাউন্ডার ময়সেস হেনরিকস।
এদিকে সীমিত ওভারের স্কোয়াডে জায়গা হয়নি নাথান লায়নের। ইনজুরির কারণে ছিটকে গেছেন মিচেল মার্শও। একই সঙ্গে দলে রাখা হয়নি ইংল্যান্ড সিরিজে স্কোয়াডে থাকা রিলে মেরেডিথকে। আর দলের স্পিন ডিপার্টমেন্টে রাখা হয়েছে অ্যাশটন অ্যাগার ও অ্যাডাম জাম্পাকে।
চলতি শেফিল্ড শিল্ড ক্রিকেটে তাসমানিয়ার বিপক্ষে অপরাজিত ১৫৮ এবং নিউ সাউথ ওয়েলসের বিপক্ষে ১৯৭ রানের দুইটি দুর্দান্ত ইনিংস খেলে সকলের নজর কেড়েছিলেন ২১ বছর বয়সি তরুণ অলরাউন্ডার গ্রিন। যার প্রতিদান হিসেবে ডাক পেয়েছেন জাতীয় দলে।

১৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৫২.২৩ গড়ে গ্রিন সংগ্রহ করেছেন ১০৯৭ রান। আর বল হাতে ঝুলিতে পুরেছেন ২৮টি উইকেট। অপরদিকে ৯টি লিস্ট 'এ' ম্যাচে গ্রিন করেছেন ১৬৭ রান, শিকার করেছেন ৭টি উইকেট। এবং ১৩টি ঘরোয়া টি-টোয়েন্টিতে খেলে করেছেন ১০৬ রান। বিপরীতে উইকেট বাগাতে পারেননি একটিও।
এদিকে প্রায় তিন বছর পর জাতীয় দলে ফিরেছেন অলরাউন্ডার ময়িসেস হেনরিকস। জাতীয় দলের জার্সি গায়ে তাঁকে সর্বশেষ দেখা গিয়েছিল ২০১৭ সালে এই ভারতের বিপক্ষেই। অফ ফর্মের জন্য লম্বা সময় জাতীয় দলের বাহিরে ছিলেন ৩৩ বছর বয়সি এই ক্রিকেটার।
বিগ ব্যাশের ২০১৯ সালের আসরে সিডনি সিক্সার্সকে শিরোপা জেতানোর পেছনে বড় ভূমিকা রেখেছিলেন হেনরিকস। শেফিল্ড শিল্ডের চলতি আসরে ওয়েস্ট অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৬৭ রানেরে ইনিংস খেলে নিজের স্বরূপে ফেরার জানান দিয়েছিলেন এই অলরাউন্ডার। আর সে কারণে আসন্ন ভারত সিরিজে মার্শের স্থলাভিষিক্ত করা হয়েছে তাঁকে।
আগামী ২৭ নভেম্বর মাঠে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে। এরপর ৪ ডিসেম্বর থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ।
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), শন অ্যাবট, অ্যাশটন অ্যাগার, অ্যালেক্স ক্যারে, প্যাট কামিনস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ময়িসেস হেনরিকস, মার্নাস ল্যাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, ড্যানিয়েল স্যামস, কেন রিচার্ডসন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।