promotional_ad

ইশান্ত না থাকায় সুবিধা পাবে অস্ট্রেলিয়া: গিলেস্পি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


মাংশপেশির চোটে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে খেলতে পারবেন না ইশান্ত শর্মা। ৩২ বছর বয়সী অভিজ্ঞ এই পেসার না থাকায় বড় সুবিধা পাবে অস্ট্রেলিয়া বলে মনে করছেন দেশটির সাবেক তারকা পেসার জেসন গিলেস্পি।


অস্ট্রেলিয়ার কন্ডিশনে বেশ কয়েকটি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে ইশান্তের। অজিদের দুর্বলতা সম্পর্কেও ভালো ধারণা রয়েছে তাঁর। কিন্তু তাঁর এই অভিজ্ঞতা আপাতত কাজে লাগাতে পারছে না ভারতের টিম ম্যানেজমেন্ট।


promotional_ad

ইশান্তের পাশাপাশি আরেক অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমারও ছিটকে গেছেন ইনজুরিতে। তাই এই দুই বোলারের অনুপস্থিতিতে কিছুটা পিছিয়ে থাকবে ভারত বলে মনে করেন গিলেস্পি। 


অজি এই পেসার বলেন, 'আমি ধারণা করছি এই সিরিজে অস্ট্রেলিয়া এগিয়ে থাকবে ভারতের চেয়ে। আমার মতে হোম অ্যাডভান্টেজ এখানে বড় একটি ভুমিকা রাখবে। পাশাপাশি ইশান্ত শর্মা এবং ভুবনেশ্বর কুমার ইনজুরিতে থাকায় ভারতের জন্য এটা বড় আঘাত। এক্ষেত্রে সুবিধা পাবে অস্ট্রেলিয়া।' 


গিলেস্পির মতে জাসপ্রিত বুমরাহ এবং মোহাম্মদ শামিরা সাম্প্রতিককালে দারুণ বোলিং করলেও অস্ট্রেলিয়া সিরিজে ইশান্তের পারফরম্যান্স মিস করবে ভারত। তাঁর ভাষায়, 'বুমরাহ এবং শামি ভারতের হয়ে ভালো বোলিং করছে। তবে, ভারত ইশান্তকে মিস করবে নিঃসন্দেহে। কারণ অস্ট্রেলিয়ার কন্ডিশনে তার অভিজ্ঞতা অনেক।'


বেশ কিছুদিন ধরেই পিঠের চোটে ভুগছিলেন ইশান্ত শর্মা। এর সঙ্গে যোগ হয় পাঁজরের ব্যথাও। ফলে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) একটির বেশি ম্যাচ খেলা হয়নি এই পেসারের। পরবর্তীতে নতুন করে মাংসপেশির চোটে পড়ায় টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েন তিনি। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball