নতুন বছরের শুরুতেই ফিরতে চান পোপ

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলায় বহুল প্রচলিত একটি প্রবাদ রয়েছে। সেটি হল ভাঙা পা খাঁদে পড়ে। আর এই প্রবাদের একেবারে বাস্তব উদাহরণ ইংল্যান্ডের মিডল অর্ডার ব্যাটসম্যান ওলি পোপ।
এমনিতেই লম্বা সময় ধরে বয়ে বেড়াচ্ছিলেন কাঁধের ইনজুরি। চলতি বছরের আগস্টে পাকিস্তানের বিপক্ষে সিরিজের শেষ টেস্টের আগে সেই কাঁধেই আবার চোট পেয়েছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান। যার ফলে সিরিজ থেকে ছিটকে যাবার সঙ্গে সঙ্গে চার মাসের জন্য ক্রিকেট থেকেও ছিটকে গিয়েছিলেন তিনি।
ইনজুরি এতোটাই বাজে ছিল যে শৈল্য চিকিৎসার মধ্য দিয়ে তাঁকে যেতে হয়েছিল। অবশেষে পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে তাঁর কাঁধের। তাই দ্রুতই মাঠে ফিরতে চান এই ব্যাটসম্যান। আশা করছেন আগামী জানুয়ারির শুরুতেই তিনি ফিট হয়ে মাঠে নামতে সক্ষম হবেন।

সম্প্রতি স্থানীয় এক সংবাদমাধ্যমের কাছে এমন আশাবাদই ব্যাক্ত করেন ডানহাতি এই ব্যাটসম্যান। কাঁধের একটি সিটি স্ক্যানের পর নিশ্চিতভাবে তিনি বলতে পারবেন কবে নাগাদ ফিরছেন ক্রিকেটে।
পোপ বলেন, '(কাঁধ) এখন ভাল আছে। এটি বেশ বড় একটি অপারেশন ছিল।আশা করছি এমন ইনজুরিতে আর পরবো না। আমি অপেক্ষা করছি। জানুয়ারির শুরুতে ফিরে আসবো আশা করছি এবং সম্ভবত ডিসেম্বরের শুরুতে ব্যাট তুলে নেব।'
'অপারেশনের ১০ সপ্তাহ পরে একটি সিটি স্ক্যান করানো হবে। আমি তখন নিশ্চিতভাবে জানতে পারবো কবে নাগাদ ব্যাট তুলতে পারব। তবে আমি আশা করছি যে জানুয়ারির শুরুতে পুরোপুরি ফিট হয়ে উঠব এবং যখনই টেস্ট ম্যাচ হবে আমি খেলতে সক্ষম হব।'
উল্লেখ্য, পাকিস্তানের বিপক্ষে সিরিজের শেষ টেস্টে ফিল্ডিংয়ের সময় কাঁধে ব্যাথা পান পোপ। এরপর তার এমআরআই করানো হয়। তারপরই অপারেশনের সিদ্ধান্তে আসেন পোপ।
কাঁধের ইনজুরি বেশ আগে থেকেই ছিল পোপের। শেষ গ্রীষ্মে সারের হয়ে খেলার সময় এই ইনজুরিতে পড়েন তিনি। এ কারণে সেই সময়ে তিন মাস মাঠের বাইরে ছিলেন তিনি।