promotional_ad

বিশ্রামে থাকলেও ইংল্যান্ডের বিশ্বকাপ পরিকল্পনায় রুট

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


দেড় বছর আগে সর্বশেষ ইংল্যান্ডের হয়ে টি-টোয়েন্টি খেলেছিলেন জো রুট। টেস্ট এবং ওয়ানডেতে দলের অন্যতম ভরসাবান এই ব্যাটসম্যান ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফরম্যাটে নিজের সেরাটা দিতে পারছিলেন না। তবে সম্প্রতি ইংল্যান্ডের ঘরোয়া আসর টি-টোয়েন্টি ব্লাস্টে দারুণ পারফর্ম করলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে রাখা হয়নি তাকে।


ইয়র্কশায়ারের জার্সিতে মাত্র ৫ ম্যাচে ২৭৮ রান করা রুট ৪টিতে হাঁকিয়েছেন হাফ সেঞ্চুরি। যার মধ্যে ৩টি ম্যাচেই ১৫০'র ওপর স্ট্রাইক রেটে খেলেছেন তিনি। এরপরেও মরগানের দলের জন্য বিবেচনা করা হয়নি রুটকে। 


promotional_ad

ইংল্যান্ড জাতীয় দলের নির্বাচক উইল স্মিথ অবশ্য বলছেন বিশ্রাম দিতেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াডে রাখা হয়নি রুটকে। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে তাদের পরিকল্পনায় ভালোভাবেই আছেন টেস্ট অধিনায়ক।


তিনি বলেন, 'আমরা খুব ভালোভাবেই জানি রুট কতো বড় মানের ক্রিকেটার। ইংল্যান্ডের ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার সে। যদি কোনো বড় টুর্নামেন্ট থাকে যেমন সামনের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। আমরা খুব সহজেই তাকে ওই স্কোয়াডে অন্তর্ভুক্ত করতে পারবো।'


তিনি আরও বলেন, 'আমরা জানি সে কতটা ভালো মানের ক্রিকেটার। সে টি-টোয়েন্টিতে একাদশে তবুও থাকছে না। এবং এটাও মাথায় রাখতে হবে রুট এমন একজন, যার বিশ্রাম দরকার।'


আগামী বছরের শুরুতেও রুটকে বিশ্রাম দেয়ার ইঙ্গিত দিয়েছেন স্মিথ। এখনো পর্যন্ত ৩২ টি-টোয়েন্টিতে ৮৯৩ রান করেছেন রুট। বিশ্রামে থাকলেও সরাসরি টি-টোয়েন্টি স্কোয়াডে তাকে জায়গা দেয়া সম্ভব বলে মনে করেন ইংল্যান্ড দলের নির্বাচক।


তিনি বলেন, 'সামনের বছর নিয়ে যদি আমার কোনো ভবিষ্যৎ বাণী করতে হয়, আমি বলবো ইংল্যান্ড রুটকে সামনের বছরের শুরুর দিকে বিশ্রাম দিবে। যদিও এটার মানে এই না যে, সে বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে থাকবে না। রুটের মতো ক্রিকেটাররা ইংল্যান্ডের সাফল্যে বড় ভূমিকা রাখে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball