এক ভেন্যুতে শুরু হচ্ছে এলপিএল

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) আয়োজনের নতুন তারিখ ঘোষণা করলো শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। শ্রীলঙ্কা সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবুজ সংকেত পাওয়ার পরই আগামী ২৭ নভেম্বর থেকে একটি মাত্র ভেন্যুতে এলপিএল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে তারা।
শ্রীলঙ্কার করোনা পরিস্থিতি আবারো খারাপের দিকে যাওয়ায় এলপিএল নিয়ে বেশ দ্বিধাদ্বন্দ্বে পড়েছিল এসএলসি। বিদেশি ক্রিকেটারদের কোয়ারেন্টাইন সময়সীমা নিয়ে বোর্ডের সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মত বিরোধ থাকায় তিন দফা এলপিএল আয়োজনের তারিখ পিছিয়ে দেয়া হয়। এমনকি শ্রীলঙ্কার বাইরে আয়োজনের সিদ্ধান্তও নিতে চেয়েছিল বোর্ড।

অবশেষে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোটাবে রাজাপাকসের হস্তক্ষেপে এলপিএল আয়োজনে সরকারের সবুজ সংকেত পেয়েছে তারা। হাম্বানটোটার মহিন্দ রাজাপাকসে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টটি সীমাবদ্ধ রাখতে নির্দেশ দিয়েছে শ্রীলঙ্কা সরকার।
এছাড়া ক্রিকেটার ও টুর্নামেন্টটির সঙ্গে সংশ্লিষ্ট সকলকে কঠোর স্বাস্থ্যবিধি মানতেও নির্দেশনা দিয়েছেন তারা। এ বিষয়ে এসএলসির সহ-সভাপতি ও এলপিএলের পরিচালক রভিন বিক্রমারত্নে জানিয়েছেন, তারা কঠোরভাবে স্বাস্থ্য সুরক্ষা মেনে চলবেন এই টুর্নামেন্টে।
তিনি বলেন, 'হাম্বানটোটা এমনকি মাত্র একটি ভেন্যুতেই আমরা টুর্নামেন্টটি আয়োজন করতে যাচ্ছি। আমরা আমাদের পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে চাই এবং কঠোর জৈব সুরক্ষা বলয় রক্ষা করতে চাই। সরকারের অনুমোদনের পর আমরা টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে আত্মবিশ্বাসী।'
টুর্নামেন্টটি তিন দফা পেছানোর পর অবশেষে আয়োজন করতে পারায় শ্রীলঙ্কার মাননীয় রাষ্ট্রপতি গোটাবে রাজাপাকসে, স্বাস্থ্য, পুষ্টি ও দেশীয় ঔষুধ মন্ত্রী মিসেস পবিত্র বিক্রমারত্নে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী নামাল রাজাপাকসেকেও ধন্যবাদ জানিয়েছে বোর্ড।
এলপিএলের প্রথম আসরটি এর আগে ২১ নভেম্বর আয়োজনের কথা ছিল। কিন্তু ৬ দিন পিছিয়ে আগামী ২৭ নভেম্বর থেকে টুর্নামেন্টি আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। একটি ভেন্যুতে সীমাবদ্ধ থাকা এই টুর্নামেন্টটি আগামী মাসের ১৭ ডিসেম্বরে পর্যন্ত চলবে।