promotional_ad

প্রজন্মের সেরা দুই ব্যাটসম্যানকে স্মরণ করলেন ওয়ার্ন

ছবি: সংগৃহিত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


অষ্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন নিঃসন্দেহেই বিশ্বের সেরা স্পিনারদের একজন। টেস্টে ৭০৮ উইকেট নিয়ে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারীও তিনি। তার নাম শুনলে এখনো ভড়কে যান বিশ্বের বাঘা বাঘা ব‌্যাটসম্যানরা। ১৯৯০ এর দশকে তার প্রজন্মের সেরা দুই ব্যাটসম্যান হিসেবে টেন্ডুলকার ও লারাকে মূল্যায়ন করেছেন ওয়ার্ন।


ক্যারিয়ারে বিশ্বের সেরা সেরা ব্যাটসম্যানদের বিপক্ষে বল করতে হয়েছিল ওয়ার্নকে। সেই সময়ে তাদের বিপক্ষে তাদের লড়াইটাও আজীবন স্মৃতি হয়ে থাকবে ক্রিকেট ভক্তদের মনে। যার মধ্যে ১৯৯০ থেকে ২০০০ সালের আগ পর্যন্ত ওয়ার্ন, মুত্তিয়া মুরালিধরন এবং শচিন টেন্ডুলকার, ব্রয়ান লারাদের লড়াই ছিল অন্যতম। বিশেষ করে ১৯৯০-এর দশকে লারা এবং টেন্ডুলকারের বিপক্ষে ওয়ার্নের লড়াই ক্রিকেটের লোককাহিনীরই অংশ হয়ে গিয়েছে।


promotional_ad

সম্প্রতি নিজের টুইটারে লারা ও টেন্ডুলকারের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন ওয়ার্ন। যেখানে এই দুজনকে বিপক্ষ দলের সেরা ব‌্যাটসম্যান হিসেবে অভিহিত করেন তিনি।


টুইটারের ঐ ছবিতে ওয়ার্ন লিখেন, 'আমি যাদের সঙ্গে বা যাদের বিরুদ্ধে খেলেছি, তাদের মধ্যে এই দুই ব্যাটসম্যানকে নিঃসন্দেহে সেরা বলা যায়। আমার প্রজন্মের (১৯৮৯-২০১৩) সেরা দুই ব্যাটসম্যান হল শচিন টেন্ডুলকার এবং ব্রয়ান লারা। আপনারা কি আমাদের তিনজনকে খেলতে এবং লড়াই করতে দেখতে উপভোগ করতেন?'


ওয়ার্নের করা ওই টুইটারে দ্রুতই লারা প্রতিউত্তর করেন। তিনি কীভাবে প্রাক্তন লেগ স্পিনারের বিরুদ্ধে সমস্ত লড়াই উপভোগ করেছিলেন তা নিয়েও প্রতিক্রিয়া জানান।


টেন্ডুলকারকে মেনশন করে তিনি বলেন, 'আমি ক্রিজে সমস্ত লড়াই উপভোগ করতাম। কিন্তু শেন ওয়ার্ন তোমার বিপক্ষে প্রতিটি ডেলিভারি খেলার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করতো। শুধু ফলাফলের জন্য সবাই উদ্বিগ্ন থাকতো না। এরপর শচীন টেন্ডুলকারের কথা বলবো। আপনি দেখুন সে কি দুর্দান্ত খেলতো।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball