promotional_ad

খালি পায়ে দাঁড়িয়ে বর্ণবাদের প্রতিবাদ জানাবে অস্ট্রেলিয়া

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


ভারতের বিপক্ষে সিরিজ থেকে প্রতি ম্যাচের আগে খালি পায়ে গোল হয়ে দাঁড়িয়ে বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সোমবার এমনটি জানিয়েছেন  দলটির টেস্ট ফরম্যাটের সহ অধিনায়ক প্যাট কামিন্স। 


এর আগে গত সেপ্টেম্বরে ইংল্যান্ড সিরিজের সময় অজি ক্রিকেট দল বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদ না করায় তাদের সমালোচনা করেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট কিংবদন্তি মাইকেল হোল্ডিং। দলের বাকিদের সঙ্গে আলোচনা করেই ম্যাচের আগে বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান কামিন্স। 


promotional_ad

কেবল ভারত সফরই নয় এটিকে নিয়মিতই চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছেন তিনি। খেলার মাঠে নয় বরং ব্যক্তিগতভাবেও অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সবাই বর্ণবাদের বিপক্ষে আছে বলে জানান কামিন্স। 


তিনি বলেন, ‘আমার মনে হয় এটা খুব গুরুত্বপূর্ণ যে আমাদের কাজটা করা। আমরা খালি পায়ে গোল হয়ে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। কেবল খেলার ক্ষেত্রেই নয়, মানুষ হিসেবেও আমরা বর্ণবাদের বিপক্ষে। আমার মনে হয় আমাদের হাত উপরে তুলে বলা উচিত যে আমরা অতীতে যথেষ্ট করিনি। আমরা এখন ভালো করতে চাই। এটা কেবল ছোট একটা শুরু মাত্র।’


তিনি আরও বলেন, ‘আমরা মনে করি অস্ট্রেলিয়ায় সবচেয়ে প্রান্তিক গোষ্ঠী হলো আদিবাসীরা। আমার মনে হয় খালি পায়ে দাঁড়ানোটা তাদের উদ্দেশ্যে উদযাপনের জন্য দারুণ হবে।’


২০১৬ সালে প্রথমবারের মতো হাঁটু গেড়ে বসে বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানান আমেরিকার রাগবি খেলোয়াড় কলিন কেপারনিক। এরপর থেকেই ক্রীড়াঙ্গনে এভাবে বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানানো বেশ পরিচিতি পায়।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball