promotional_ad

এলপিএলে খেলছেন না গেইল-প্ল্যাঙ্কেট-মালিঙ্গা

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) উদ্বোধনী আসর এখনও মাঠে গড়ায়নি। কিন্তু এর আগেই একের পর এক বাঁধায় জর্জরিত হচ্ছে টুর্নামেন্টটি। করোনার কারণে কয়েক দফায় পেছানোর পর সূচি চূড়ান্ত হলেও সহসাই কাটছে না শনির দশা। 


টুর্নামেন্ট শুরু হওয়ার আগে থেকেই নিজেদের সরিয়ে নিতে শুরু করেছে বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। এবার সে তালিকায় যোগ হলো ক্রিস গেইল ও লিয়াম প্ল্যাঙ্কেটের নাম।  এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে তাঁদের দল ক্যান্ডি টাস্কার্স।


promotional_ad

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ থাকার কারণে অনিশ্চয়তা আছে ওয়াহাব রিয়াজকে নিয়েও। তারা না খেললেও ক্যান্ডির হয়ে খেলবেন কুশল পেরেরা, কুশল মেন্ডিস, নুয়ান প্রদীপ, মুনাফ প্যাটেল ও ইরফান পাঠানের মতো ক্রিকেটাররা।


এছাড়া আসরে খেলা খেলা হচ্ছে না পাকিস্তানের তারকা ক্রিকেটার সরফরাজ আহমেদের। আসন্ন এই টুর্নামেন্টে গল গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলার কথা ছিল তাঁর। জাতীয় দলের হয়ে নিউজিল্যান্ড সিরিজে খেলার কারণে টুর্নামেন্টে অংশ নেয়া অনিশ্চিত হয়ে দাঁড়িয়েছে তাঁর। থাকছেন না লাসিথ মালিঙ্গাও। 


পাকিস্তানের ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ এবং দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান ফাফ ডু প্লেসিও তাদের জাতীয় দলের সাথে প্রতিশ্রুতির কারণে টুর্নামেন্ট থেকে সরে এসেছেন বলে জানা গেছে। সরে দাঁড়িয়েছেন ডেভিড মিলাররাও।


সংবাদমাধ্যম ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী আসন্ন এই টুর্নামেন্টে থেকে কলম্বো কিংসের কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন ডেভ হোয়াটমোর। তাঁর পরিবর্তে কোচের ভূমিকায় যোগ দিতে পারেন সাবেক ইংলিশ পেসার কবির আলী। 


এর আগে করোনা মহামারির কারণে ২৮ আগস্টে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টটি ২০ সেপ্টেম্বরে পিছিয়ে দেয়া হয়। পরে আবার সেটি পিছিয়ে ২৬ নভেম্বর ঠিক করে সূচি চূড়ান্ত করেছিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball