promotional_ad

কোহলি না থাকায় চাপ বাড়বে ভারতের

ছবি: সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


চলতি মাসের শেষদিকে মাঠে গড়াবে ভারত-অস্ট্রেলিয়া সিরিজ। এই সিরিজের শেষ তিন টেস্টে খেলবেন না বিরাট কোহলি। সন্তানসম্ভাবা স্ত্রীর পাশে থাকতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় এই অধিনায়ক। 


ভারতীয় ব্যাটিংয়ের মূল এই ভরসার না থাকাটা ভারত ভালোভাবেই অনুভব করবে বলে মনে করেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। কোহলি না থাকায় বাকিদের ওপর চাপ বাড়বে বলে মনে করেন তিনি। 


promotional_ad

পন্টিং বলেন, 'কোহলিকে ছাড়া ভারত নেতৃত্ব ও ব্যাটিংয়ে অভাব অনুভব করবে। এটা দলের বাকি সব ক্রিকেটারের জন্য আলাদা চাপ বাড়াবে। রাহানে হয়তো অধিনায়কত্ব করবে। এটা তার ওপর বাড়তি চাপ হবে। তাদের চার নম্বরের  গুরুত্বপূর্ণ জায়গার জন্যও একজন ভালো ব্যাটসম্যান খুঁজে বের করতে হবে।'


আগেরবার বিরাট কোহলির নেতৃত্বে টেস্ট সিরিজে ইতিহাস গড়েছিল ভারত। সেবারই অজিদের মাটিতে তাদের প্রথমবারের মতো হারায় তারা। এবারের সিরিজের আগেও তাই ঘুরেফিরে আসছে ওই কথা। 


অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং অবশ্য আগের বারের সঙ্গে পার্থক্য দেখেন এবারের সিরিজে। ২০১৮ সালের ওই সিরিজে ছিলেন না অজিদের দুই সেরা তারকা স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার। তাই ভারতের জন্য কাজটা অনেক সহজ হয়েছে বলে মনে করেন পন্টিং। 


তিনি বলেন, 'আমরা হয়তো একটা জিনিস নিয়ে যথেষ্ট কথা বলছি না। হ্যাঁ, ভারত এখানে গতবার খুব ভালো খেলেছে। কিন্তু তখন স্মিথ ও ওয়ার্নার টপ অর্ডারে খেলেনি, এটা যেকোনো দলই বড় পার্থক্য হয়ে দাঁড়ায়।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball