৫০০ উইকেটেও মন ভরবে না লায়নের

ছবি: ছবি: সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দীর্ঘদিন ধরে টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়ার স্পিন বিভাগ প্রায় একাই সামলাচ্ছেন নাথান লায়ন। বর্তমানে জাতীয় দলের হয়ে টেস্ট খেলছেন এমন স্পিনারদের মাঝে সবচেয়ে বেশি উইকেটের মালিক তিনি। করোনার কারণে খেলার বাইরে থাকায় আবারও ৫০০ উইকেটের মাইলফলক ছাড়িয়ে যাওয়ার আকাঙক্ষা বাড়িয়েছে বলে জানিয়েছেন তিনি নিজেই।
চলতি বছরের জানুয়ারিতে সর্বশেষ টেস্ট খেলেছেন ডানহাতি এই অফস্পিনার। করোনা মহামারি শেষে অস্ট্রেলিয়ায় ঘরোয়া ক্রিকেটে ফেরানো হলে সেখানে খেলেছেন এই তারকা স্পিনার। শেফিল্ড শিল্ডের গ্রীষ্ম মৌসুমে ৩ ম্যাচে ৯ উইকেট নিয়েছেন তিনি। ফক্স স্পোর্টসকে তিনি জানিয়েছেন, ক্রিকেট অস্ট্রেলিয়াকে দেয়ার মতো তাঁর আরও অনেক কিছু আছে।

লায়ন বলেন, ‘আমি আগের থেকে এখন আরও ভালো হয়ে উঠেছি। আমার মনে হচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়াকে দেয়ার মতো আরও অনেক কিছু আমি পেয়েছি। অবশ্যই, ৫০০ উইকেট বা তার চেয়ে বেশি উইকেট নেয়ার পরিকল্পনা আমার আছে।’
দীর্ঘদিন খেলার বাইরে থাকার কারণে পারফর্ম করার ক্ষুধা তৈরি করে বলে ধারণা তাঁর। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সম্ভবত, এটি আমার ভালোবাসাকে খেলার জন্য পরিচালিত করেছে। আপনি যে খেলাটি এত বেশি পছন্দ করেন আর যখন এটি খেলতে পারেন না তখন আপনাকে এটি আবেগ থেকে বেরিয়ে আসতে বাধ্য করে। সেই সঙ্গে ভালো খেলার জন্য আপনাকে ক্ষুধার্ত করে তোলে।’
দেশের হয়ে এখন পর্যন্ত ৯৬ টেস্টে ৩৯০ উইকেট নিয়েছেন এই অজি স্পিনার। আর মাত্র চারটি টেস্ট খেললেই অস্ট্রেলিয়ার দশম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলার মাইলফলক স্পর্শ করবেন তিনি। সবকিছু ঠিক থাকলে ভারতের বিপক্ষে চার টেস্টের সিরিজের সবগুলো ম্যাচেই খেলবেন। ফলে আসন্ন এই সিরিজেরই ১০০ টেস্ট খেলার মাইলফলক স্পর্শ করতে পারবেন তিনি।
গোলাপি বলের টেস্ট দিয়ে শুরু হবে চার ম্যাচের টেস্ট সিরিজ। ১৭ ডিসেম্বর অ্যাডিলেড ওভালে হবে দিবারাত্রির ম্যাচটি। দ্বিতীয় টেস্ট হবে ২৬ ডিসেম্বর, মেলবোর্নে। তৃতীয় টেস্ট ৭ জানুয়ারি, সিডনিতে। সিরিজের চতুর্থ ও শেষ টেস্ট হবে ১৫ জানুয়ারি, গ্যাবাতে।