ব্যাটিংয়ের সময়েই রাহুলের কাছে ক্ষমা চেয়েছেন ম্যাক্সওয়েল!
ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
১৬ রানে ৭ উইকেট হারিয়ে হারল কোহলিরা
৪ ঘন্টা আগে
গেল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আসরে একেবারেই নিষ্প্রভ ছিলেন অস্ট্রেলিয়ান তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। টুর্নামেন্টটির চলতি বছরের আসরে ১৩ ম্যাচে ১০৮ রান সংগ্রহ করেছিলেন এই অজি অলরাউন্ডার। যেখানে সর্বোচ্চ রানের ইনিংস ছিল তাঁর ৩২ রানের।
পুরো আইপিএল জুরে নিষ্প্রভ থাকার কারণে বেশ সমালোচনার সন্মূখীন হতে হয়েছে তাকে। তবে ম্যাক্সওয়েল সকল সমালোচনার দাতভাঙ্গা জবাব দিয়েছেন ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে। ভারতকে প্রতিপক্ষ পেয়েই যেন আগ্রাসী হয়ে উঠলেন ডানহাতি এই অলরাউন্ডার।

ম্যাচের ৪১ তম ওভারে ব্যাট হাতে নামেন ম্যাক্সি। নেমেই বুমরাহ-চাহালদের ওপর তান্ডবলীলা শুরু করেন তিনি। তুলোধুনা করতে থাকেন ভারতীয় বোলারদের। মোহাম্মদ শামির বলে জাদেজার তালুবন্দি হয়ে মাঠ ছাড়ার আগে খেলেন ১৯ বলে ৪৫ রানের এক টর্ণেডো ইনিংস।
আইপিএলের চলতি আসরে বিপুল পরিমাণে অর্থ দিয়ে কিংস ইলেভান পাঞ্জাব তাঁকে দলে ভিড়িয়েছিল। কিন্তু সেই তুলনায় পারফরম্যান্স না করতে পারায় বেশ সমালোচিত হয়েছিলেন ডানহাতি এই অলরাউন্ডার।
ম্যাক্সওয়েল এদিন খেলেছিলেন তাঁর আইপিএলের সতীর্থ এবং কিংস ইলেভেন পাঞ্জাবের দলপতি লোকেশ রাহুলের বিপক্ষেও। আর আইপিএলে অফ ফর্মে থাকার কারণে এই ম্যাচেই রাহুলের কাছে ক্ষমা চেয়ে নিয়েছিলেন ম্যাক্সওয়েল।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক বার্তায় এমনটাই জানিয়েছেন এই অজি অলরাউন্ডার। জিমি নিশামের একটি টুইটে তিনি লিখেন, 'ম্যাচ চলাকালীন আমি রাহুলের কাছে ক্ষমা চেয়ে নিয়েছিলাম।'
ম্যাচের শেষ দিকে ম্যাক্সওয়েলের ঝড়ে ভারতের বিপক্ষে ৩৭৪ রানের বড় পুঁজি পায় অস্ট্রেলিয়া। একই সঙ্গে পায় ৬৬ রানের বড় জয়।