promotional_ad

সুইচ হিট নিষিদ্ধের আইন অকার্যকর: সাইমন টাফেল

সংগৃহিত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আধুনিক যুগের ক্রিকেটে প্রায়ই ব্যাটসম্যানদের বিভিন্ন ধরণের উদ্ভাবনী শট খেলতে দেখা যায়। তেমনই একটি শট সুইচ হিট। সম্প্রতি এই শটটি নিষিদ্ধ করার দাবী জানিয়েছেন অষ্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ইয়ান চ্যাপেল। তারই প্রেক্ষিতে সুইচ হিট নিষিদ্ধের আইনটি অকার্যকর এবং মাঠে এর প্রয়োগ আসম্ভব বলে মত দিয়েছেন আইসিসির প্যানেলভুক্ত অস্ট্রেলিয়ার সাবেক আম্পায়ার সাইমন টাফেল।


সাধারণ বোলারদের বোকা বানিয়ে ডানহাতি ব্যাটসম্যান বামহাতি ও বামহাতি ব্যাটসম্যান ডানহাতি বনে গিয়ে এই শট খেলতে দেখা যায়। শটটি কঠিন হলেও ব্যাটে-বলে সময়মতো সংযোগ ঘটলে খুব সহজেই ব্যাটসম্যানরা এই শট থেকে বাউন্ডারি আদায় করে নিতে পারেন। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক কেভিন পিটারসন, দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স, অষ্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারকে সহ অনেক ব্যাটসম্যানকে প্রায়ই এই উদ্ভাবনী শটটি খেলতে দেখা যেত।


promotional_ad

এমনকি চলমান অস্ট্রেলিয়া বনাম ভারতের মধ্যকার সিরিজেও গ্লেন ম্যাক্সওয়েলকে একাধিকবার এই শট খেলতে দেখা গিয়েছে। এর পরেই শটটি নিয়ে আপত্তি জানান চ্যাপেল। ক্রিকেট থেকে সুইচ হিট নিষিদ্ধ করতে আইসিসির কাছে দাবীও জানিয়েছেন তিনি। তাঁর মতে ক্রিকেটে এই উদ্ভাবনী শটটি শোভনীয় নয়। বোলাররা বল করার সময় হাত পরিবর্তন করতে না পারলে ব্যাটসম্যানরা কের পারবে বলেও প্রশ্ন ছুড়ে দেন এই সাবেক অধিনায়ক।


ওয়াইড ওয়াল্ড অফ স্পোর্টস কে চ্যাপেল বলেছিলেন, 'সুইট হিট খুবই দক্ষতার একটি কাজ কিন্তু এটা শোভনীয় নয়। ম্যাক্সওয়েল এটা বেশ কয়েকবার করেছে, ওয়ার্নারও করে। কিন্তু আমার মনে হয় ব্যাটসম্যানরা যদি এভাবে নিজেদের পরিবর্তন করে নেয় সেটা বৈধ নয়। বোলাররা যদি ওভারের মধ্যে হাত পরিবর্তন করে বল করতে না পারে, তাহলে ব্যাটসম্যানরা কেন করবে?'


চ্যাপেলের সুইচ হিট নিষিদ্ধের দাবীর প্রেক্ষিতে এটিকে অকার্যকর বলে মনে করেন টাফেল। সুইচ হিট নিষিদ্ধ করার আইন জারি হলে একজন ম্যাচ পরিচালক কিংবা দুইজন আম্পারয়ারের পক্ষে ব্যাটসম্যানের স্ট্যান্স বা গ্রিপ পরিবর্তন লক্ষ্য করা নির্ণয় করা অসম্ভব। তাই এই আইনের প্রতিফলন করা যাবে না বলেও মত দিয়েছেন তিনি।


অষ্ট্রেলিয়ার বিখ্যাত পত্রিকা সিডনি মর্নিং হেরাল্ডকে টাফেল বলেন, 'ক্রিকেট খেলাটা বিজ্ঞানের অনুষজ্ঞ নয়, এটি একটি শিল্প। আমরা কেউই নির্ভুল নই। যখন আমরা সুইচ হিটের মত শর্টস দেখব আমরা চাইব এই ধরণের শট নিষিদ্ধ করতে। কিন্তু একজন আম্পায়ার কিভাবে এটাকে নির্ভুলভাবে নির্ণয় করবে? এটা অসম্ভব।'


তিনি আরো বলেন, 'আম্পায়ারদের বিভিন্ন ধরণের সিদ্ধান্ত দিতে হয়। তাদের ফ্রন্ট ফুট, ব্যাট ফুট, রক্ষিত জায়গা, কোথায় বল আঘাত করছে এসব নির্ভুলভাবে দেখতে হয়। একজন ম্যাচ অফিশিয়ালের পক্ষে ব্যাটসম্যানের স্ট্যান্স বা গ্রিপ পরিবর্তন লক্ষ্য করা অসম্ভব। মাঠে থাকা আম্পায়দের জন্যও এটা নির্ণয় করা অসম্ভব। আমরা এ বিষয়ে আইন জারি করতে পারি কিন্তু এটার প্রতিফলন করতে পারব না।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball