promotional_ad

কোহলির র‍্যাঙ্কিংয়ে ভাগ বসালেন উইলিয়ামসন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

এশিয়া কাপ না খেলার গুঞ্জন উড়িয়ে দিল ভারত

১৯ মে ২৫
এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন ভারত

সদ্য সমাপ্ত নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শেষে নতুন র‍্যাঙ্কিং প্রকাশ করেছে ইন্টারন্যশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই তালিকায় বড় চমক দেখিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। তিনি যৌথ ভাবে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে দুই নম্বরে উঠে এসেছেন তিনি। 


ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের আগে র‍্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় চার নম্বরে অবস্থান করছিলেন উইলিয়ামসন। ৮১২ রেটিং পয়েন্ট ছিলো তার। এই ম্যাচেই তিনি আন্তর্জাতিক টেস্ট ম্যাচে ব্যক্তিগত সর্বোচ্চ ২৫১ রানের ইনিংস খেলেছেন। আর এই ইনিংসই তাকে ৭৪ রেটিং পয়েন্ট এনে দিয়েছে। বর্তমানে তাঁর রেটিং পয়েন্ট ৮৮৬ এর ফলে ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছেন তিনি। সমান পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি।


promotional_ad

হ্যামিল্টনে অনুষ্ঠিত প্রথম ম্যাচে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন উইলিয়ামসন। দলকে জেতাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। ম্যাচ জয়ে যোগ্য সঙ্গ তিনি পেয়েছিলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান টম লাথামের কাছে থেকে। ৮৬ রানের ইনিংস খেলেছিলেন তিনি। এই পারফরম্যান্স তাকে র‍্যাঙ্কিংয়ে সেরা দশে জায়গা করে দিয়েছে। অজিঙ্কা রাহানেকে সরিয়ে ৭৩৩ রেটিং পয়েন্ট নিয়ে বর্তমানে দশ নম্বরে অবস্থান তার।


আরো পড়ুন

চোট কাটিয়ে আইপিএলে ফিরছেন হ্যাজেলউড

১৬ ঘন্টা আগে
বিরাট কোহলি ও জশ হ্যাজেলউড, আইপিএল

শুধু ব্যাটিং নয় বোলিং র‍্যাঙ্কিংয়েও সুখবর পেয়েছে কিউই শিবির। নিল ওয়াগনার-টিম সাউদি জুটি গুড়িয়ে দিয়েছে উইন্ডিজ ব্যাটিং লাইন আপ। একই সাথে রেটিং পয়েন্টেও ঝুলিতে পুরেছেন। ৮৪৯ রেটিং পয়েন্ট নিয়ে ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রডকে সরিয়ে দুই নম্বরে উঠে এসেছেন ওয়াগনার। তার পেস আক্রমণের সঙ্গী সাউদির অবস্থানের পরিবর্তন হয়নি। কিন্তু ক্যারিয়ার সর্বোচ্চ ৮১৭ পয়েন্ট নিয়ে র‍্যাংকিঙ্গের চার নম্বরে অবস্থান করছেন তিনি।

ম্যাচ হারের বেদনার সঙ্গে র‍্যাঙ্কিংয়ে দুঃসংবাদ পেয়েছেন উইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। উইকেটশূন্য থেকে তিনি ম্যাচ শেষ করেছেন। আর এই পারফরম্যান্স তাকে টেস্ট বোলার হিসেবে পঞ্চম স্থান থেকে সপ্তম স্থানে নামিয়ে দিয়েছে। একই সাথে খুইয়েছেন টেস্ট অলরাউন্ডারের শীর্ষস্থানও। তাঁর স্থলাভিসিক্ত হয়েছেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। হোল্ডারের (৪৩৪) থেকে ১২ পয়েন্ট এগিয়ে তাঁর রেটিং এখন ৪৪৬।


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball