promotional_ad

পুকোভস্কির টেস্ট খেলা নিয়ে শঙ্কা

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||  


আরো পড়ুন

চোট কাটিয়ে আইপিএলে ফিরছেন হ্যাজেলউড

১৬ ঘন্টা আগে
বিরাট কোহলি ও জশ হ্যাজেলউড, আইপিএল

ভারতের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজে জন্য ঘোষিত অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াডে জায়গা পেয়েছেন উইল পুকোভস্কি। ডেভিড ওয়ার্নারের সঙ্গে ওপেনার হিসেবে বেশ জোড়ালোভাবেই শোনা যাচ্ছিলো তাঁর নাম। তবে টেস্ট সিরিজ শুরুর আগে যেন শঙ্কার কালো মেঘ জমেছে তাঁর কপালে।


ভারত এ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলতে নেমে কার্তিক তিয়াগীর এক বাউন্সারে আঘাত পেয়েছেন তরুণ এই ব্যাটসম্যান। আঘাত পাওয়ার পরই ব্যাটিং ছেড়ে মাঠের বাইরে চলে যান তিনি। ইনজুরির কারণে ভারত এ দলের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে খেলা হচ্ছে না তাঁর। শুধু তাই নয়, টেস্ট সিরিজে তাঁর খেলা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে।


promotional_ad

ঘটনাটি ঘটে অস্ট্রেলিয়া এ দলের দ্বিতীয় ইনিংসের ১৩তম ওভারের সময়। ২৩ রান নিয়ে ব্যাট করছিলেন পুকোভস্কি। ঠিক তখনই তিয়াগীর এক বাউন্সারে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়েন ডানহাতি এই ব্যাটসম্যান। এরপর মাঠ থেকে বের হওয়ার আগে সেখানে কিছুটা সময় ছিলেন। শেষ পর্যন্ত অবস্থার উন্নতি না দেখে মাঠের বাইরে চলে যান তিনি।


আরো পড়ুন

এশিয়া কাপ না খেলার গুঞ্জন উড়িয়ে দিল ভারত

১৯ মে ২৫
এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন ভারত

পুকোভস্কির দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ থেকে ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দলটির চিকিৎসক জন অর্চার্ড। এ প্রসঙ্গে জন বলেন, ‘তাঁর শ্বাস-প্রশ্বাসের লক্ষণ থাকলেও সেটা মাঠ ছাড়ার মতো ছিল না।’


তিনি আরও বলেন, ‘সে আমাদের মেডিকেল দলের অধীনে চিকিৎসারত অবস্থায় আছেন। সে স্টাফ, তাঁর সতীর্থ এবং পরিবারের সঙ্গে সমস্যা ছাড়াই যোগাযোগ করতে পারছেন। সে এ দলের সঙ্গেই থাকবেন তবে ভারতের বিপক্ষে পরের ম্যাচে খেলবেন না।’


পুকোভস্কি সাধারণত তিন নম্বরে ব্যাট করলেও সম্প্রতি ওপেনিংয়ে ব্যাট করে ধারাবাহিকতার প্রমাণ দিয়েছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথমবার ওপেন করতে নেমেই খেলেছিলেন ক্যারিয়ার সেরা অপরাজিত ২৫৫ রানের ইনিংস। ওই ইনিংসের পথে মার্কাস হ্যারিসের সঙ্গে উদ্বোধনী জুটিতে তুলেছিলেন ৪৮৬ রান।


শেফিল্ড শিল্ডের ইতিহাসে যা যে কোনো জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড। শেফিল্ড শিল্ডের পরের রাউন্ডেও ওপেন করতে নেমে পুকোভস্কি খেলেন ২০২ রানের ইনিংস। পরপর দুই ইনিংসে সেঞ্চুরির পুরষ্কার স্বরূপ ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের দলে জায়গা পেয়েছেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball