রোচ-ডওরিচকে ছাড়াই দ্বিতীয় টেস্টে নামবে ওয়েস্ট ইন্ডিজ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজ দলে থাকছেন না অভিজ্ঞ পেসার কেমার রোচ এবং এবং উইকেটরক্ষক ব্যাটসম্যান শেন ডওরিচ। দুই ক্রিকেটারই দেশে ফিরে যাচ্ছেন বলে জানানো হয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লিউআই) পক্ষ থেকে।
জানা গেছে বাবার মৃত্যুতে দেশে ফিরে যাচ্ছেন রোচ এবং ব্যক্তিগত কারণে দেশে ফিরতে হচ্ছে ডওরিচকে। যদিও ধারণা করা হচ্ছিল আঙ্গুলের ইনজুরির কারণে দেশে ফিরে যাচ্ছেন ২৯ বছর বয়সি এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

ডওরিচের বদলি হিসেবে দলে ডাকা হয়েছে তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান জোশুয়া ডি সিলভাকে। আর রোচের পরিবর্তে ডাক পড়তে পারে বাঁহাতি ফাস্ট বোলার প্রেস্টন ম্যাকসুইনের। এছাড়া বেঞ্চে রাখা হয়েছে মিডল অর্ডার ব্যাটসম্যান বোনারকে।
এদিকে সিরিজ এখনও অনিশ্চিত বাঁহাতি ব্যাটসম্যান শেমরন হেটমায়ার এবং অলরাউন্ডার কেমো পলের। হেটমায়ার দ্বিতীয় টি-টোয়েন্টির সময় মাথায় আঘাত পাওয়ায় সেটিতে এখনও ভুগছেন আর পল ভুগছেন মাড়ির ইনজুরিতে। বোর্ডের দেয়া তথ্য মতে দুইজনই বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে ইনিংস এবং ১৩৪ রানের বড় জয় পায় নিউজিল্যান্ড। কিউইরা ৫১৯ রানে ইনিংস ঘোষণা করলে জবাবে প্রথম ইনিংসে ক্যারিবীয়রা সংগ্রহ করে ১৩৮ রান এবং দ্বিতীয় ইনিংসে ২৪৭।
আগামী শুক্রবার মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টটি। বাংলাদেশ সময় ভোর চারটায় ওয়েলিংটনে শুরু হবে ম্যাচটি।