হার্দিককে টেস্টেও ফিনিশার হিসেবে দেখতে চান শেবাগ

ছবি: সংগৃহিত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের সংক্ষিপ্ত ফরম্যাটের নিয়মিত পারফর্মার হার্দিক পান্ডিয়া। গত কয়েকবছর ধরেই ভারতের অন্যতম সেরা অলরাউন্ডারও তিনি। কিন্তু সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে খেলতে দেখা গেছে তাঁকে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পুরো আসরেও মাত্র একবার হাত ঘুরিয়েছেন তিনি। এমনকি অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজেও বোলিং করেছেন মাত্র ৪ ওভার। মূলত পিঠের ইনজুরির কারনেই শুধু ব্যাটসম্যান হিসেবে খেলতে দেখা যাচ্ছে তাঁকে। যদিও ব্যাট হাতে সময়টা খারাপ যাচ্ছে না হার্দিকের। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হয়েছেন সিরিজ সেরা।

আসন্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচ টেস্ট সিরিজের স্কোয়াডে থাকলেও তিনি বোলিং করবেন কিনা তা এখনো নিশ্চিত নয়। তবে ওয়ানডে এবং টি-টোয়েন্টির মত টেস্টেও হার্দিক শেষ দিকে বিদ্ধংসী রূপে ব্যাট করলে ভারতের জয়ের পথটা আরো সুগম হয়ে যাবে বলে বিশ্বাস ভারতের সাবেক উদ্বোধনী ব্যটসম্যান বিরেন্দর শেবাগের।
সনি পিকচার্স নেটওয়ার্কে তিনি বলেন, 'ওয়ানডে এবং টু-টোয়েন্টিতে সে যে বিদ্ধংসী আচরণে ব্যাট করে কল্পনা করুন টেস্ট ক্রিকেটেও সে যদি ৬ বা ৭ নম্বরে নেমে দ্রুত কিছু রান করতে পারে ভারত টেস্ট ম্যাচের জেতার জন্য একটি ভালো অবস্থানে পৌছে যাবে।'
আসন্ন টেস্ট সিরিজে বল করবেন না বলে তাঁকে সেরা একাদশে বিবেচনা না করতে নির্বাচকদের বলেছিলেন হার্দিক। কিন্তু হার্দিকের কার্যকরী মিডিয়াম পেস বোলিং ভারত দলে চমতকার সমন্বয় ঘটাবে বলেও মত দিয়েছেন শেবাগ।
এ প্রসঙ্গে তিনি আরো বলেন, 'যখন হার্দিক বোলিং শুরু করবে কোন সন্দেহ নেই সে টেস্ট দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য হয়ে দাড়াবে। সে নির্বাচকদের বলেছিল, সে বোলিংয়ের জন্য ফিট নয় তাই তাকে টেস্ট দলে বিবেচনা না করতে। সে শুধু ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলে খেলতে চান এবং এরপর তাঁর পরিবারের সঙ্গে যোগ দিতে চান।'