promotional_ad

স্মিথের অধিনায়কত্ব নিয়ে ধোঁয়াশা দূর করতে বললেন গিলক্রিস্ট

 সংগৃহিত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

২০৩২ অলিম্পিকের পর ভেঙে ফেলা হবে গ্যাবা স্টেডিয়াম

২৫ মার্চ ২৫
ব্রিসবেন স্টেডিয়াম, যার ডাকনাম গ্যাবা

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথকে পুনরায় অধিনায়ক ঘোষনা নিয়ে অনেকদিন ধরেই আলোচনা চলছে। ভারতের বিপক্ষে সিরিজের আগে সেই আলোচনা যেন আরো ডালপালা মেলেছে। এবার সেই আলোচনার অবসান ঘটিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচকদের স্মিথের অধিনায়ক ইস্যু নিয়ে ধোঁয়াশা দূর করতে বললেন অস্ট্রেলিয়াই সাবেক উদ্বোধনী ব্যাটসম্যান এ্যাডম গিলক্রিস্ট।


স্মিথ ২০১৫ সালে প্রথম অস্ট্রেলিয়া ক্রিকেট দলের নেতৃত্ব পান। এরপর বল টেম্পারিং কেলেঙ্কারির কারনে ২০১৮ সালে এক বছরের জন্য সকল ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ হন। তখন থেকে অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়কত্বের দায়িত্ব পালন করে আসছেন টিম পেইন। আর সংক্ষিপ্ত ফরম্যাটে অস্ট্রেলিয়া দলের নেতৃত্বের দায়িত্ব পালন করছেন অ্যারন ফিঞ্চ।

সম্প্রতি ভারত সিরিজের আগে আবারো স্মিথকে অধিনায়ক করা নিয়ে আলোচনা শুরু হয়। গিলক্রিস্ট মনে করছেন যদি স্মিথ অধিনায়ত্ব করার জন্য যোগ্য ও সঠিক ব্যক্তি হয়ে থাকেন তাহলে ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচকদের তাঁকে দ্বিতীয়বার দলকে নেতৃত্ব দেয়ার সুযোগ দেয়া উচিত।


promotional_ad

ফক্স স্পোর্টসকে তিনি বলেন, 'আমি কোন কারন দেখি না কেন একজনকে দ্বিতীয়বার সুযোগ দেয়া হচ্ছে না। এটা যদি স্টিভেন স্মিথের জন্য অধিনায়কত্ব হয়, যদি সে এই দায়িত্বয়ের জন্য সে যদি যোগ্য ও সঠিক প্রতিনিধি হয়। আমি কোন কারন দেখি না কেন সে অধিনায়কত্ব করার অনুমতি পাবে না।'


বর্তমানে ফিঞ্চের সহ-অধিনায়ক হিসেবে প্যাট কামিন্স দায়িত্ব পালন করে আসছেন। গিলক্রিস্ট আরো মনে করেন স্মিথ যদি আবারো দায়িত্ব পালনে উতসাহি হয়। তাহলে যত দ্রুত সম্ভব তাঁকে সহ-অধিনায়ক ঘোষনা করারও জোর দাবী জানান তিনি।


এ প্রসঙ্গে গিলক্রিস্ট আরো বলেন, 'যদি ক্রিকেট অস্ট্রেলিয়া এবং নির্বাচকরা এভাবেই অনুভব করেন এবং স্টিভেন স্মিথ যদি এটি করতে উতসাহিত হন। আমি মনে করি স্মিথকে যত দ্রুত সম্ভব তাদের সহ-অধিনায়ক বানানো উচিত।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball