পান্তের ব্যাটিং গিলক্রিস্টের কথা মনে করিয়ে দেয় আকাশ চোপড়াকে

ছবি: সংগৃহিত

|| ডেস্ক রিপোর্ট ||
অনেকদিন ধরেই ফর্মটা ভালো যাচ্ছিল না ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষত পান্তের। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সর্বশেষ আসরেও ফর্মহীনতায় ভুগছিলেন তিনি। যে কারনে অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলে জায়গা হয়নি তাঁর।
কিন্তু টেস্ট সিরিজের আগে অস্ট্রেলিয়া 'এ' দলে বিপক্ষে ভারত 'এ' প্রস্তুতি ম্যাচে বিদ্ধংসী এক ইনিংস খেলেছেন পান্ত। দিবা রাত্রির দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটিতে তিনি ৭৩ বলে ১০৩ রান সংগ্রহ করেন। যেখানে তিনি ৬ টি ছয় হাঁকিয়েছেন আর চার মেরেছেন ৯টি।

এ কারনেই তিনি আগামী ১৭ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্ট ম্যাচের একাদশ নির্বাচনে মধুর সমস্যায় ফেলেছেন ভারত টিম ম্যানেজমেন্টকে। তবে পান্তের এই বিদ্ধংসী রূপ ভারতের সাবেক ক্রিকেটার এবং জনপ্রিয় ধারাভাষ্যকার আকাশ চোপড়াকে অ্যাডম গিলক্রিস্টের কথা মনে করিয়ে দেয়।
নিজের ইউটিউব ভিডিওতে আকাশ বলেন, 'তিনি অ্যাডাম গিলক্রিস্টের মতো। স্পষ্টতই, অ্যাডাম গিলক্রিস্ট প্রচুর অর্জন করেছেন তবে ঋষভ পান্তের গল্প সবে শুরু হয়েছে। তবে যখন তিনি খেলেন, তিনি আমাকে গিলক্রিস্টের কথা মনে করিয়ে দেন। আমার মনে হয় তিনি তাঁর কাছাকাছি পৌঁছে যেতে পারেন।'
'দিনের খেলোয়াড় যদিও আমি হানুমা বিহারীকে ধরে রাখতে চেয়েছিলাম কিন্তু আমি এটিকে ঋষভ পান্তে বদলে দিয়েছি। আপনি যদি শেষ দিকে প্রতিপক্ষকে এইভাবে ধ্বংস করতে চান তাহলে এই লোকটির সেই গুণটি রয়েছে।'
দ্বিতীয় প্রস্ততি ম্যাচে এরকম বিদ্ধংসী ব্যাটিং করার আগে প্রথম ইনিংসে মাত্র ৫ রান করতে পেরেছিলেন। অথচ জাতীয় দলে ফেরার শেষ সুযোগটা পেয়েই যেন কাজে লাগালেন এই বাঁহাতি ব্যাটসম্যান। তাইতো পান্তকে যে কোন এক সেশনে খেলা বদলে দেয়ার মত ক্ষমতার অধিকারী বলেও মনে হয় আকাশের।
এ প্রসঙ্গে তিনি আরো বলেন, 'যদি কেউ লোয়ার অর্ডারে ব্যাট করতে আসে এবং এক সেশনেই খেলাটাকে বদলে দেয় তাহলে সেই সামর্থ্য ঋষভ পান্তের মধ্যেই আছে। সে অনেক চাপের মধ্যে ছিল। সে গত ইনিংসে কোন রান করতে পারনি। এটাই তাঁর শেষ সুযোগ ছিল। এমনকি সে প্রথম প্রস্তুতি ম্যাচেও খেলেনি।'