promotional_ad

'আঠালো' রাহানের ওপর বাড়তি নজর অস্ট্রেলিয়ার

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

এশিয়া কাপ না খেলার গুঞ্জন উড়িয়ে দিল ভারত

১৯ মে ২৫
এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন ভারত

সর্বশেষ অস্ট্রেলিয়া সফরে রাজত্ব করেছিল ভারত। ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ জিতে ঘরে ফেরে বিরাট কোহলির দল। ২ বছর পর আবারও মুখোমুখি হতে যাচ্ছে এই দু'দল। তবে গতবারের তুলনায় এবারের ভারতের জন্য প্রেক্ষাপট কিছুটা হলেও ভিন্ন।


পারিবারিক কারণে মাত্র এক টেস্ট খেলেই দেশে ফিরবেন অধিনায়ক কোহলি। আর কোয়ারেন্টাইন জটিলতায় তৃতীয় টেস্টের আগে খেলতে পারবেন না রোহিত শর্মা। এমন পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার সামনে বড় সুযোগ ভারতীয় দলকে ব্যাকফুটে ঠেলে দেয়ার।


promotional_ad

কোহলির অনুপস্থিতিতে ভারতকে নেতৃত্ব দেবেন আজিঙ্কা রাহানে। যিনি দলটির ব্যাটিং অর্ডারের স্তম্ভ। যার প্রমাণ বার বারই দিয়েছেন এই ব্যাটসম্যান। এছাড়া সর্বশেষ অস্ট্রেলিয়া সফরে ৭ ইনিংসে ২১৭ রান করলেও ক্রিজে আঠালোর মতো লেগে ছিলেন রাহানে।


আরো পড়ুন

চোট কাটিয়ে আইপিএলে ফিরছেন হ্যাজেলউড

২৩ ঘন্টা আগে
বিরাট কোহলি ও জশ হ্যাজেলউড, আইপিএল

অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইনও জানেন রাহানে কি করতে পারেন। তাই তো কোহলির অনুপস্থিতিতে এই ব্যাটসম্যানের ওপর নজর তাদের। কারণ ক্রিজে টিকে গেলে রাহানেকে আউট করা সহজ নয় বলে মনে করছেন তিনি।


সেই সঙ্গে গেল সফরের সর্বোচ্চ রান সংগ্রহক চেতেশ্বর পুজারাও ভাবাচ্ছে অজিদের। যিনি ৭ ইনিংসে ৩ সেঞ্চুরি হাঁকিয়ে করেছিলেন ৫২১ রান। দ্বিতীয় সর্বোচ্চ রান ছিল রিশাভ পান্তের (৩৫০)।


পেইন বলেন, 'কোহলি চলে গেলেও আমাদের অনেক কিছু নিয়ে ভাবনা আছে। কারণ তাদের দলে তো প্রতিভার অভাব নেই। পুজারা গতবার আমাদের অনেক ভুগিয়েছে। তাঁকে নিয়ে তো আলাদা পরিকল্পনা করতেই হবে। রিশাভ পান্ত গতবার অনেক রান করেছে।' 


'সেই সঙ্গে দলে আরও অনেক ক্রিকেটার আছে যারা আমাদের বিপদে ফেলে দিতে পারে। আর রাহানে তো ভারতীয় দলের আঠা। সেই তো পুরোটা সময় ক্রিজে আঠালোর মতো লেগেছি। এবং পুরো দলকে একসঙ্গে রেখেছে। এবার তার ওপর বাড়তি মনোযোগ আমাদের' আরও যোগ করেন অজি এই অধিনায়ক।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball