লাল নয় গোলাপি বলেই টেস্ট চান ওয়ার্ন

ছবি: সংগৃহিত

|| ডেস্ক রিপোর্ট ||
তিন সেঞ্চুরিতে ইংল্যান্ডের রানের পাহাড়, রুটের ১৩ হাজার
২৩ মে ২৫
টেস্ট ক্রিকেটে ঐতিহ্যের অংশ সাদা পোশাক এবং লাল বল। কিন্তু ৫ দিনের টেস্টে যে দর্শকদের আগ্রহ কম। টেস্ট ক্রিকেট তাই রাতের বেলা খেলানোর সিদ্ধান্ত নেয়া হল। কিন্তু কৃত্রিম আলোর নিচে লাল বলে দেখতে অসুবিধায় পড়বেন ক্রিকেটাররা। ওদিকে ঐতিহ্যের সাদা পোশাকও তো বদলানো প্রায় অসম্ভব। রাতের বেলা খেলার সুবিধার্থে তাই লাল বলটাকেই বদলে নিতে হল।
সাদা পোশাকের টেস্ট ক্রিকেটে ঐতিহ্যের লাল বল রঙ বদলে হল গোলাপি। সারাদিনে ৭ ঘন্টা ধরে চলা এক একটি টেস্ট ম্যাচ দিনে-রাতে বিভক্ত হয়ে পড়ল। দর্শকদের কাছে টেস্ট ক্রিকেটও পেল বাড়তি আগ্রহ। ২০১৫ সালের পর থেকে দিবা-রাত্রির টেস্ট ম্যাচেই শুধুমাত্র গোলাপি বল ব্যবহার হয়ে আসছে। যদিও দিনের টেস্ট ম্যাচে ঠিকই লাল বলে খেলা হয়।

কিন্তু অস্ট্রেলিয়ার বোলিং কিংবদন্তী শেন ওয়ার্নের মতে, লাল বলে আর টেস্ট ক্রিকেট খেলাই উচিত নয়। গোলাপি বলের দীর্ঘ স্থায়িত্ব, বাড়তি সুইং এবং ঔজ্জ্বলতা বেশি থাকার কারনে শুধু দিবা-রাত্রির টেস্টই নয় দিনের ম্যাচেও এই বলটি ব্যবহার করা উচিত। এ প্রসঙ্গে ফক্স ক্রিকেটের সঙ্গে নিজের মতামত জানাতে গিয়ে ওয়ার্ন বলেন,
'গত কয়েক বছর ধরেই এটা আমি বলে আসছি। আমি বিশ্বাস করি সকল টেস্ট ম্যাচে গোলাপি বল ব্যাবহার করা উচিত। শুধু দিবা-রাত্রির টেস্টেই নয় দিনের খেলায়ও এটি ব্যবহার করা উচিত। গোলাপি বল আপনি খুব সহজেই দেখতে পারবেন। এমনকি দর্শকদেরও এই বলটি খুব সহজে চোখে পড়বে। একটি লাল বলের থেকেও বেশ কার্যকরী এবং টেলিভিশনে এটি দেখতেও অসাধারণ লাগে। কেন তাহলে সকল টেস্ট ম্যাচে গোলাপি বলে খেলা হয়না?'
লাল বলের ক্ষেত্রে সাধারণত অস্ট্রেলিয়ার তৈরী কোকাবুরা বলই টেস্ট ক্রিকেটে অধীক ব্যবহৃত। যদিও ইংল্যান্ড ডিউক এবং ভারত এসজি বলে নিজেদের মাঠে টেস্ট সিরিজ খেলে থাকে। ইংল্যান্ডের ডিউক বল বাদে বাকি সব লাল বলের কার্যকারীতা অনেক কম। একটি লাল বল যেখানে ২৫ ওভার পর নরম হয়ে যায়, সেখানে গোলাপি বল নরম হতে সময় নেয় ৬০ ওভার। তাই সব টেস্ট ম্যাচেই গোলাপি বল ব্যবহার করার আহ্বান জানিয়েছেন ওয়ার্ন।
এ প্রসঙ্গে তিনি আরো বলেন, 'আর লাল বল নয়, এটি সুইং করে না, এটির কার্যকারীতাও কম। ২৫ ওভার পরেই লাল বল নরম হয়ে যায়। এটি এতদিনের জন্য করুণাময় ছিল। ইংল্যান্ডের ডিউক বল বাদে তা জঞ্জাল হয়ে গেছে। টেস্ট ক্রিকেটের জন্য লাল বলের চেয়ে খারাপ আর কিছু হতে পারে না। আমরা এই বলে সিম দেখতে পারি না সুইং দেখতে পারিনা। চলুন তাহলে টেস্ট ক্রিকেটে গোলাপি বলে চেষ্টা করে দেখি।'