promotional_ad

পরিবারের টানে জৈব সুরক্ষা বলয় ছাড়লেন ফিঞ্চ

 সংগৃহিত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


করোনার ছোঁবল থেকে বাঁচতে কঠোর জৈব সুরক্ষা বলয় তৈরি করে অন্যান্য সকল টুর্নামেন্টের মতই আয়োজিত হচ্ছে বিগ ব্যাশ লিগ (বিবিএল)। মেলবোর্ন রেনেগেডসের হয়ে চলতি বিগ ব্যাশ লিগে খেলছেন অস্ট্রেলিয়ার ওয়ানডে এবং টি-টোয়েন্টি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। প্রথম দুই ম্যাচ খেললেও জৈব সুরক্ষা বলয় ছেড়ে পরিবারের টানে বাড়ি ফিরেছেন তিনি।


বক্সিং ডে অর্থ্যাৎ ২৬ ডিসেম্বরেই সিডনি থান্ডার্সের বিপক্ষে ম্যাচ রয়েছে মেলবোর্নের। এই ম্যাচের আগে এক সপ্তাহের বিরতি পাবেন দলটির ক্রিকেটাররা। এই বিরতিতে হোটেলে একাকিত্ব সময় কাটানোর চেয়ে পরিবারের সঙ্গে সময় কাটাতে চাইবে যে কেউই। এ কারণেই এক ম্যাচ খেলতে না পারলেও পরিবারের সঙ্গে সময় কাটাতে বাড়ি ফিরেছেন অস্ট্রেলিয়ার সংক্ষিপ্ত ফরম্যাটের এই অধিনায়ক।


promotional_ad

সেপ্টেম্বর মাস থেকেই ব্যস্ত সময় কাটাচ্ছেন ফিঞ্চ। একের পর এক জৈব সুরক্ষা বলয়ের মধ্যে সঙ্গনিরোধ পরিবেশে খেলতে হয়েছে তাকে। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হয়েছিলো এই যাত্রা। সেখানে সিরিজ জিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে তিনি উড়াল দিয়েছিলেন সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে। সেখানে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছেন ৩৪ বছর বয়সী এই ব্যাটসম্যান।


আইপিএল শেষ করেই দেশে ফিরে ভারতের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলতে আবারো সুরক্ষা বলয়ে থাকতে হয়েছে। ভারতের বিপক্ষে ২-১ ব্যাবধানে ওয়ানডে সিরিজ জিতেও নিয়েছে তাঁর। কিন্তু একই ব্যবধানেই হেরে গিয়েছেন টি-টোয়েন্টি সিরিজে। এরপরে বিগ ব্যাশে নিজের দল মেলবোর্নের সুরক্ষা বলয়ে প্রবেশ করতে হয়েছে তাঁকে।


তাই বেশ লম্বা সময় ধরে পরিবার থেকে দূরে রয়েছেন ফিঞ্চ। আর একারনেই পরিবারের সঙ্গে সময় কাটিয়ে মানসিক ক্লান্তি দূর করতে চান তিনি। যদিও বাড়ি থেকে ফিরে রেনেগেডসে যোগ দেয়ার সময় আবারো করোনা পরীক্ষা করাতে হবে তাঁর। সেখানে ফলাফল নেগেটিভ আসলে তবেই জৈব সুরক্ষা বলয়ে প্রবেশের অনুমতি পাবেন তিনি।


ফিঞ্চের অধিনায়কত্বে পার্থ স্কোরচার্সকে হারিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করেছিলো মেলবোর্ন। কিন্তু পরের ম্যাচেই সিডনি সিক্সার্সের বিপক্ষে ১৪৫ রানের বড় ব্যবধানে হেরে যায় তাঁর দল। আর এর পরেই বাড়িতে ফিরে পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটানোর সিদ্ধান্ত নেন ফিঞ্চ। জৈব সুরক্ষা বলয়ের মানসিক ক্লান্তি দূরীকরনে পরিবারের সঙ্গে সময় কাটানোর বিকল্প তো আর কিছুই হতে পারেনা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball