ঝড়ো ব্যাটিংয়ে বিগ ব্যাশে ক্রিস্টিয়ানের রেকর্ড

ছবি: সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||
হোবার্ট হারিকেন্সের হয়েই জিএসএলে খেলতে চান রিশাদ
১৮ এপ্রিল ২৫
অ্যাডিলেড স্ট্রাইকারের বিপক্ষে মাত্র ১৫ বলে হাফ সেঞ্চুরি করেছেন ড্যানিয়েল ক্রিস্টিয়ান। যা কিনা বিগ ব্যাশের ইতিহাসের দ্বিতীয় দ্রুততম হাফ সেঞ্চুরি। এমন রেকর্ডের দিনে তাঁর দল সিডনি সিক্সার্স জয় পেয়েছে ৩৮ রানে।
বিগ ব্যাশে সবচেয়ে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ডটি ক্রিস গেইলের দখলে। ২০১৬ সালে মেলবোর্ন রেনেগের্ডসের হয়ে অ্যাডিলেডের বিপক্ষে মাত্র ১২ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন গেইল। এদিন গেইলকে ছাড়িয়ে যেতে না পারলেও নিজেকে ছাড়িয়ে গেছেন তিনি। এর আগে তাঁর দ্রুততম হাফ সেঞ্চুরি ছিল ২১ বলে।

টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা খুব বেশি ভালো করতে পারেনি সিডনি। ৬.২ ওভারে ২ উইকেট হারিয়ে মাত্র ২৯ রান তুলেছিল তারা। সেখান থেকে অবশ্য দলকে বড় সংগ্রহের পথ দেখান ড্যানিয়েল হিউজ। ৩ উইকেট হারানোর পর তাঁকে সঙ্গ দিতে যোগ দেন ক্রিস্টিয়ান।
চোট কাটিয়ে আইপিএলে ফিরছেন হ্যাজেলউড
২৩ ঘন্টা আগে
রশিদ খানের বলে সিঙ্গেল নিয়ে শুরুটা করলেও শেষটা করেছেন ওয়েস অ্যাগারের বলে চার মেরে। রশিদের প্রথম দুই বল থেকে সিঙ্গেল নিলেও পরের ওভারে অভিষিক্ত লিয়াম স্কটের বলে তাণ্ডব শুরু করেন এই অজি ব্যাটসম্যান। স্কটের ওই ওভারে আসে ২২ রান।
ছাড় দেননি দারুণ বল করতে থাকা রশিদকেও। আফগান এই লেগস্পিনারের ওভারে নেন ১৬ রান। যদিও হিউজকে সঙ্গে নিয়েই এমন তাণ্ডব শুরু করেছিলেন তিনি। ব্যাট করতে নেমে মাত্র ১২ বলে পৌঁছে যান ৩৮ রানে। হাফ সেঞ্চুরি করতে তখনও ১২ রান দরকার। অ্যাগারের ওভারে তিন চার মেরে তুলে নেন বিগ ব্যাশে নিজের সপ্তম হাফ সেঞ্চুরি। যদিও হাফ সেঞ্চুরি করার পরের বলেই ফিরে যেতে হয় তাকে।
এই অজি অলরাউন্ডারের হাফ সেঞ্চুরি ও হিউজের ৪৬ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ১৭৭ রান তুলে সিডনি। আর জয়ের জন্য ১৭৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৩৯ রানে থামে অ্যাডিলেড। এ জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে অবস্থান করছে দলটি।