ইংল্যন্ডের ব্যাটিং পরামর্শক ক্যালিস

ছবি: সংগৃহিত

|| ডেস্ক রিপোর্ট ||
ডোপ টেস্টে পজিটিভ হয়ে নিষিদ্ধ ইংলিশ পেসার
১৭ এপ্রিল ২৫
আগামী বছরের জানুয়ারীতে দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফর করবে ইংল্যান্ড। সেই সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকার কিংবদন্তী অলরাউন্ডার জ্যাক ক্যালিসকে ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
ক্যালিসই হতে যাচ্ছেন ইংল্যান্ড দলের সর্বশেষ পরামর্শক। গত সপ্তাহে ইসিবি ইংল্যান্ড ক্রিকেট দলের পূর্ণকালীন ব্যাটিং, বোলিং এবং স্পিন বোলিং কোচ নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল। যেটার সময় সীমা ছিল আগামী বছরের ১০ জানুয়ারী পর্যন্ত।

সেক্ষেত্রে শুধুমাত্র শ্রীলঙ্কা সিরিজের জন্য এই দক্ষিণ আফ্রিকানকে নিয়োগ দিয়েছে ইসিবি। যদিও ভারতের বিপক্ষে সিরিজের জন্য ইংল্যান্ড তাদের পূর্ণকালীন কোচ নিয়োগ দেয়ার সম্ভাবনা রয়েছে।
এর আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কলকাতা নাইট রাইডার্স এবং দক্ষিণ আফ্রিকা দলকে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে ক্যালিসের। এমনকি গত বছর ইংল্যান্ডকে ৩-১ ব্যবধানে পরাজিত করার সিরিজে প্রোটিয়া দলের ব্যাটিং পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি।
ক্যালিস দক্ষিণ আফ্রিকার হয়ে ১৬৬ টি টেস্ট খেলে ৫৫.৩৭ গড়ে ১৩ হাজার ২ শত ৬ রান সংগ্রহ করেন। একই সংখ্যাক ম্যাচে তাঁর উইকেট সংখ্যা ২৯২ টি। বিশেষ করে উপমহাদেশের উইকেটে ক্যালিসের পারফরম্যান্স বেশ ঈর্ষণীয়। ব্যাটসম্যান হিসেবে ২৫ টেস্টে ৫৫.৬২ গড়ের সঙ্গে ৮ টি সেঞ্চুরি রয়েছে তাঁর।
জো রুটের দল আগামী ২ জানুয়ারী শ্রীলঙ্কার উদ্দেশ্যে উড়াল দেবে। দুইদেশের প্রথম টেস্টটি শুরু হবে আগামী ১৪ জানুয়ারী। সিরিজের শেষ টেস্টটি শুরু হবে আগামী ২২ জানুয়ারী।