promotional_ad

চ্যাপেলের ওপর চটেছেন স্মিথ

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

চোট কাটিয়ে আইপিএলে ফিরছেন হ্যাজেলউড

২৩ ঘন্টা আগে
বিরাট কোহলি ও জশ হ্যাজেলউড, আইপিএল

বেশ কিছুদিন ধরেই আলোচনায় রয়েছেন ইয়ান চ্যাপেল। সম্প্রতি ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে গ্লেন ম্যাক্সওয়েলের সুইচ হিট নিয়ে মন্তব্য করে আলোচনায় এসেছেন অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়ক। এবার আলোচনায় এসেছেন বাউন্সার নিষিদ্ধের দাবি তুলে। সাবেক এই অজি ক্রিকেটারের এমন দাবিতে চটেছেন স্টিভেন স্মিথ। তিনি জানিয়েছেন, প্রতি ম্যাচেই তিনি একটি করে ফালতু মন্তব্য করেন তিনি।


টেস্ট ক্রিকেটে এখন নিয়মিতই বাউন্সারে আঘাত পাচ্ছেন ক্রিকেটাররা। অনেকে অবশ্য বাউন্সারে আঘাত পেয়েও মারাও গেছেন। যার সর্বশেষ উদাহরণ অস্ট্রেলিয়ার ফিল হিউজ। শুধু তাই নয়, ভারত-অস্ট্রেলিয়া সিরিজেও বেশ কয়েকজন বাউন্সারে আঘাত পেয়েছেন। যার মাঝে অন্যতম ভারতের পেসার মোহাম্মদ শামি আর প্রস্তুতি ম্যাচে উইল ‍পুকোভস্কি।


promotional_ad

এ নিয়ে অবশ্য আইসিসি ‘কনকাশন সাব’ নিয়মও চালু করেছে। তারপরও বাউন্সার দেয়ার বিপক্ষে চ্যাপেল। ব্যাটসম্যানদের কাবু করার জন্য বোলারদের এখন সবচেয়ে ভালো উপায় হলো বাউন্সার। এই প্রক্রিয়ায় সফলও অনেক পেসাররা। ক্রিকেটাররা আঘাত পাওয়ায় বাউন্সার নিষিদ্ধের দাবি তুলেছেন তিনি। বিশেষ করে টেল এন্ডার ব্যাটসম্যানদের ক্ষেত্রে।


আরো পড়ুন

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে নিজেকে সরিয়ে নিলে স্টার্ক

১২ ফেব্রুয়ারি ২৫
বল হাতে মিচেল স্টার্ক, বিসিসিআই

এ প্রসঙ্গে চ্যাপেল বলেন, ‘যদি কাউকে দেখে মনে হয় সে বাউন্সার খেলতে পারে না, তাহলে তাকে একটু নিরাপত্তা দেয়া উচিত। তখন বোলারকে আম্পায়ারের বলা উচিত ওকে আউট কর কিন্তু খুন করার চেষ্টা করো না।’


স্মিথ অনেকটা বিনয়ী হলেও চ্যাপেলের এমন মন্তব্য ভালো লাগেনি তাঁর। তিনি মনে করেন, প্রতি ম্যাচে অন্তত একটি হলেও ফালতু মন্তব্য করেন তিনি। শর্ট বল খেলারই অংশ আর এটা নিষিদ্ধ করা ঠিক হবে না।


এ নিয়ে স্মিথের ভাষ্য, ‘আমার মনে হয় সম্প্রতি প্রতি ম্যাচেই ইয়ান চ্যাপেলকে আজেবাজে মন্তব্য করতে হবে । আমার চোখে শর্ট বল খেলারই একটা অংশ। অনেক বছর ধরে দারুণ সব লড়াই দেখেছি। আমার মনে হয় এটা নিষিদ্ধ করা ঠিক হবে না।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball