ভারতের নতুন অধিনায়ককে চাপে রাখতে চায় অস্ট্রেলিয়া

ছবি: সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চোট কাটিয়ে আইপিএলে ফিরছেন হ্যাজেলউড
২৩ ঘন্টা আগে
পিতৃত্বকালীন ছুটি কাটাতে অ্যাডিলেড টেস্ট খেলে দেশে ফিরেছের বিরাট কোহলি। এর ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাকি তিন টেস্টে ভারতের নেতৃত্বভার সামলানোর কথা রয়েছে আজিঙ্কা রাহানের। ভারতের নতুন এই অধিনায়ককে চাপে রাখতে চায় অস্ট্রেলিয়া। দ্বিতীয় টেস্ট শুরুর আগে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন অস্ট্রেলিয়ার হেড কোচ জাস্টিন ল্যাঙ্গার।
প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৬ রানে গুটিয়ে গিয়েছিল ভারত। ফলে প্রথম ইনিংসে লিড নেয়ার পরও বড় ব্যবধানে হারতে হয়েছিল সফরকারীদের। প্রথম ম্যাচ শেষে সন্তানম্ভাবা স্ত্রীর পাশে থাকতে ইতোমধ্যে দেশে ফিরেছেন দলটির নিয়মিত অধিনায়ক কোহলি।

এছাড়া ইনজুরির কারণে পুরো সিরিজ থেকে ছিটকে যাওয়ায় দেশে ফিরেছেন পেসার মোহাম্মদ শামিও। দলের এমন দুই তারকা ক্রিকেটার না থাকায় নিজেদের বাড়তি সুবিধা দেখছেন ল্যাঙ্গার। বক্সিং ডে টেস্ট থেকে ভারত এবং দলটির অন্তবর্তীকালীন অধিনায়ক রাহানকে প্রথম দিন থেকেই চেপে ধরতে চায় স্বাগতিকরা।
এশিয়া কাপ না খেলার গুঞ্জন উড়িয়ে দিল ভারত
১৯ মে ২৫
এ প্রসঙ্গে ল্যাঙ্গার বলেন, ‘বিরাট কোহলি সর্বকালের সেরা খেলোয়াড়দের মধ্যে অন্যতম। আমি মনে করি শামি ভারতীয় বোলিং অ্যাটাকের ‘রিয়েল গ্লু’। সে প্রচুর কৃপণতা করে (রান দিতে)। সে খুবই দক্ষ। অবশ্যই, এটা আমাদের সুবিধা দেবে। আমাদের কঠোর পরিশ্রম করে যেতে হবে এবং আমরা কিছু সময়ের জন্য যে প্রক্রিয়া অনুসরণ করেছি তা করা দরকার।’
তিনি আরও বলেন, ‘প্রথম দিন থেকেই দারুণভাবে শুরু করতে হবে। রাহানে ভারতের অধিনায়ক হলে আমাদের তাকে চাপে রাখতে হবে। আমাদের প্রক্রিয়ায় বদল আসবে না। যে কোনো দলের সেরা ক্রিকেটাররা থাকলে দল খর্বশক্তির হয়ে যায় এবং সেটিই বাস্তবতা। অবশ্যই, এটা বাড়তি সুবিধা দেবে।’
৩৬ রানে অলআউট হয়ে যাওয়া ভারতের প্রতি সহানুভূতি থাকলেও তাদের এমন চাপে রেখে খুশি ল্যাঙ্গার। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘প্রতিপক্ষের প্রতি আমার সহানুভূতি আছে কিন্তু এটা আমার কাজ নয়। ভারত যদি চাপে থাকে, আমি খুশি যে তারা এই অবস্থায় আছে, আমরা নই।’