কোহলিদের ছাড়া টেস্ট জয় ভারতের বিরাট অর্জন : শচিন
ছবি: সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চোট কাটিয়ে আইপিএলে ফিরছেন হ্যাজেলউড
২৩ ঘন্টা আগে
প্রথম টেস্টে হারলেও বক্সিং ডে টেস্টে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ভারত। ভারতীয় ব্যাটসম্যান এবং বোলারদের নৈপূণ্যে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে সিরিজে সমতায় ফিরেছে সফরকারীরা। বিরাট কোহলি এবং রোহিত শর্মাদের মতো ক্রিকেটারদের ছাড়া এমন টেস্ট জয় দারুণ এক অর্জন বলে মনে করেন শচিন টেন্ডুলকার।
ইনজুরির কারণে ভারতের স্কোয়াড থেকে জায়গা হারিয়েছিলেন রোহিত। এছাড়া ইনজুরির কারণে চলমান সিরিজে খেলা হচ্ছে না ইশান্ত শর্মারও। গেল কয়েক বছরে জসপ্রিত বুমরাহ এবং মোহাম্মদ শামিদের সঙ্গে পাল্লা দিয়ে উইকেট তুলেছিলেন ইশান্ত। যে কারণে তাঁর না থাকায় পেস ইউনিট নিয়ে বেগ পোহাতে হয়েছে।

এরপর প্রথম টেস্ট খেলে সন্ত্যান সম্ভাবা স্ত্রীর পাশে থাকতে দেশে ফিরেছিলেন কোহলি। কোহলির সঙ্গে দেশে ফিরতে হয়েছিল পেসার মোহাম্মদ শামিকে। ইনজুরির কারণে ৬ সপ্তাহের জন্য ছিটকে গেছেন এই পেসার। তাদের মতো পরীক্ষিত ক্রিকেটাররা ছাড়া অস্ট্রেলিয়ার মাটিত অস্ট্রেলিয়াকে হারানো বড় অর্জন হিসেবে দেখছেন শচিন।
এশিয়া কাপ না খেলার গুঞ্জন উড়িয়ে দিল ভারত
১৯ মে ২৫
এ প্রসেঙ্গ টুইটারে শচিন লিখেছেন, ‘বিরাট, রোহিত, ইশান্ত ও শামীকে ছাড়া কোনও টেস্ট ম্যাচ জেতা একটি দুর্দান্ত অর্জন। প্রথম টেস্টে হারার পররও ছেলেরা যেভাবে পারফরম্যান্স করেছে এবং নিজেদের সামর্থ্য দেখিয়েছে তাতে ভালো লেগেছে। দারুণ জয়, দুর্দান্ত ভারতীয় দল।’
অ্যাডিলেডে ৮ উইকেটে হারের পর মেলবোর্নে ৮ উইকেটের জয় তুলে নিয়েছে ভারত। বোর্ডার-গাভাস্কার ট্রফির দ্বিতীয় টেস্টে স্বাগতিকদের হারিয়ে সিরিজে সমতা এনেছে আজিঙ্কা রাহানের দল। প্রথমে ফিল্ডিং করে বিদেশের মাটিতে এই নিয়ে ১০ বছর পর কোন টেস্ট জিতল ভারত।
অন্যদিকে ঘরের মাঠে টস জেতার পরও সর্বশেষ অস্ট্রেলিয়া হেরেছিল ২০১১/১২ মৌসুমে নিউজিল্যান্ডের বিপক্ষে। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া ২০০ রানে গুটিয়ে যাওয়ায় সফরকারী দলের জন্য লক্ষ্য দাঁড়ায় মাত্র ৭০। এই মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায় ভারত। এ জয়ে সিরিজে ১-১ সমতা আনলো ভারত। ৭ জানুয়ারি সিডনি অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় টেস্ট।