যাদবের বিকল্প নাটারাজন!

ছবি: সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চোট কাটিয়ে আইপিএলে ফিরছেন হ্যাজেলউড
২৩ ঘন্টা আগে
বক্সিং ডে টেস্টের তৃতীয় দিনে কাফ ইনজুরিতে পড়ে মাঠ ছেড়েছিলেন উমেশ যাদব। এরপর চতুর্থদিন আর মাঠে নামেননি। এর ফলে তৃতীয় টেস্টে তাঁর খেলা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। কোনো কারণে যাদব সিরিজ থেকে ছিটকে গেলে তাঁর বদলি হিসেবে তৃতীয় টেস্টে অভিষেক হতে পারে থাঙ্গারাসু নাটারজনের।
দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে বোলিং করার সময় ইনজুরিতে পড়েছিলেন যাদব। ঘটনাটি ঘটে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের অষ্টম ওভারে। সেই সময় যাদব নিজের কোটার চতুর্থ ওভারের বল করছিলেন। সেই ওভারেই হাঁটুতে চোট পেয়ে বসেন ডানহাতি এই পেসার।

সেই ওভারের ঠিক দুই ওভার আগে অস্ট্রেলিয়ার ওপেনার জো বার্নসকে আউট করেছিলেন তিনি। দুরন্ত স্পেল চলাকালীনই যন্ত্রণায় কাতরাৎচ্ছিলেন যাদব। সঙ্গে সঙ্গেই মেডিকেল টিম এসে হাজির হয় মাঠে। তারপর খোঁড়াতে খোঁড়াতে ড্রেসিংরুমে রওনা দেন। যাদবের ওভারের বাকি বলের কোটা পূরণ করেন মোহাম্মদ সিরাজ।
এশিয়া কাপ না খেলার গুঞ্জন উড়িয়ে দিল ভারত
১৯ মে ২৫
চোট নিয়ে যাদব মাঠ ছাড়ার পর বোর্ডের তরফে পরে টুইট করে জানানো হয়েছিল, কাফ মাসলে চোট লেগেছে উমেশের। আপাতত স্ক্যান করতে নিয়ে যাওয়া হয়েছে এই তারকাকে। বোর্ডের মেডিকেল টিম চোটের গুরুত্ব খতিয়ে দেখছে।’
ভারতীয় দল স্ক্যান রিপোর্ট হাতে পাওয়ার পরই জানা যাবে তাঁর ইনজুরির বর্তমান অবস্থার খুঁটিনাটি। চোটের কারণে যাদব ছিটকে গেলে ৭ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া টেস্টে অভিষেক হতে পারে নাটারাজনের। কারণ ইনজুরির কারণে স্কোয়াডে পেসার হিসেবে কেবল নবদীপ সাইনি রয়েছেন।
যদিও অভিষেক হওয়ার দৌড়ে সাইনির থেকে এগিয়ে রয়েছেন নাটারাজন। কারণ অজিদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাজিমাৎ করেছেন বাঁহাতি এই পেসার। তাঁর অভিষেক হওয়া না হওয়া নির্ভর করছেন যাদবের স্ক্যান রিপোর্টের ওপর।
বেশ কিছুদিন ধরেই ইনজুরির মিছিলে জেঁকে বসেছে ভারতের পেস ইউনিটে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) চলাকালীন ইনজুরিতে পড়েছিলেন ভুবনেশ্বর কুমার এবং পর ইশান্ত শর্মা। আর প্রথম টেস্টের সময় ছিটকে যান মোহাম্মদ শামি। এবার বাকি সিরিজে যদি যাদবও ছিটকে যান, তাহলে বড়সড় সমস্যায় পড়তে হবে ভারতকে।