শ্রীলঙ্কায় পৌঁছেই করোনা আক্রান্ত মঈন আলী

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
তিন সেঞ্চুরিতে ইংল্যান্ডের রানের পাহাড়, রুটের ১৩ হাজার
১৭ ঘন্টা আগে
দুই টেস্টের সিরিজ খেলতে ইংল্যান্ড দল এখন শ্রীলঙ্কায়। রবিবারই তারা লঙ্কা দ্বীপে পা রেখেছে। এরপর তাদের সকল ক্রিকেটারের করোনা পরীক্ষা হয়েছে।
সেই ফলাফল হাতে এসেছে সংশ্লিষ্টদের। ইংলিশ অলরাউন্ডার মঈন আলী সেই পরীক্ষায় পজেটিভ প্রমাণিত হয়েছেন। যদিও বাকিরা নেগেটিভ প্রমাণিত হয়েছেন।

করোনা আক্রান্ত হওয়ায় শ্রীলঙ্কার স্বাস্থ্য সুরক্ষা প্রটোকল অনুযায়ী আগামী ১০ দিন তাঁকে স্বেচ্ছা আইসোলেশনে থাকতে হবে।
বাংলাদেশের বিপক্ষে খেলে টেস্ট থেকে অবসর নেবেন ম্যাথিউস
১৩ ঘন্টা আগে
আইসোলেশনে থাকার ফলে শ্রীলঙ্কার বিপক্ষে তার প্রথম টেস্টে খেলা হচ্ছে না। কারণ আগামী ১৪ জানুয়ারি শুরু হবে দুই দলের সাদা পোশাকের লড়াই।
মঈনের সংস্পর্শে থাকার কারণে আইসোলেশনে পাঠানো হয়েছে ক্রিস ওকসকেও। ইসিবি এক বিবৃতিতে জানিয়েছেন, পরবর্তী পরীক্ষার আগ পর্যন্ত তাঁকে আইসোলেশনে থাকতে হবে।
মঙ্গলবার দুপুরে অনুশীলনে ফেরার কথা রয়েছে ইংল্যান্ড দলের। অবশ্য এর আগে আরও একবার করোনা পরীক্ষা করা হবে তাদের।