promotional_ad

তিন সপ্তাহের জন্য ছিটকে গেলেন রাহুল

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

চোট কাটিয়ে আইপিএলে ফিরছেন হ্যাজেলউড

২৩ ঘন্টা আগে
বিরাট কোহলি ও জশ হ্যাজেলউড, আইপিএল

ভারতীয় ক্রিকেটারদের ইনজুরির মিছিল ক্রমশই বড় হচ্ছে। মোহাম্মদ শামি-উমেশ যাদবের সঙ্গে এবার ইনজুরির তালিকায় যোগ হলো লোকেশ রাহুলের নাম। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে নেটে অনুশীলন করার সময় বাঁহাতের কব্জিতে চোট পেয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।


ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজের শেষ দুই টেস্ট থেকে ছিটকে গেলেন তিনি। ফলে  তিন সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হবে। চোটে পড়ার কারণে খুব শীঘ্রই দল ছেড়ে তিনি ভারতে ফিরে আসবেন। দেশে ফেরার পর বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে তাঁর পুনর্বাসন শুরু হবে।


promotional_ad

তিন সপ্তাহের পুনর্বাসন শেষে নিশ্চিত হওয়া যাবে যে তিনি ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজে খেলতে পারবেন কি-না। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে একাদশে জায়গা পেলেও চলতি সিরিজে সাদা পোশাকে মাঠে নামতে পারেননি ডানহাতি এই ব্যাটসম্যান। তবে স্কোয়াডে থাকার কারণে দলের সঙ্গে অনুশীলন চালিয়ে যাচ্ছিলেন তিনি।


আরো পড়ুন

এশিয়া কাপ না খেলার গুঞ্জন উড়িয়ে দিল ভারত

১৯ মে ২৫
এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন ভারত

রাহুলের চোট নিশ্চিত করে জয় শাহ বলেছেন, ‘শনিবার ভারতীয় দলের সঙ্গে অনুশীলন চলাকালীন এমসিজিতে নেটে ব্যাট করার সময় লোকেশ রাহুল তার বাম হাতের কব্জিতে চোট পেয়েছে। পুরোপুরি সুস্থ হয়ে ওঠতে না পারায় বোর্ডার-গাভাস্কার ট্রফির বাকি দুটি টেস্টে এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান খেলতে পারবে না। পুরোপুরি সুস্থ হয়ে ওঠতে শক্তি প্রায় তিন সপ্তাহ সময় লাগবে। সে ভারতে ফিরে আসবে এবং বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে যাবে। সেখানেই তাঁর পুনর্বাসন শুরু হবে।’


বেশ কিছুদিন ধরেই ইনজুরি জেঁকে বসেছে ভারতের পেস ইউনিটে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) চলাকালীন ইনজুরিতে পড়েছিলেন ভুবনেশ্বর কুমার এবং ইশান্ত শর্মা। তাদের নিয়ে ভারতীয় দল পরিকল্পনা সাজালেও সফর করতে পারেননি তারা।


অস্ট্রেলিয়া সফরে এসে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলা পর প্রথম টেস্টের সময় ছিটকে গিয়েছেন শামি। শামির পথে হেঁটেছেন যাদবও। বক্সিং ডে টেস্টের তৃতীয় দিনে চোট পেয়ে পুরো সিরিজ থেকে ছিটকে গেছেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball