রোহিত ফেরায় স্বস্তিতে ভারতীয় দল

ছবি: সংগৃহিত

|| ডেস্ক রিপোর্ট ||
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছিলেন ভারতের উদ্বোধনী ব্যাটসম্যান রোহিত শর্মা। পরে ইনজুরি থেকে সেরে ওঠে মুম্বাই ইন্ডিয়ান্সকে শিরোপা জেতান। তারপরও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তিন ফরম্যাটের একটিতেও তাঁকে দলে রাখেনি ভারতীয় নির্বাচকরা।
এ নিয়ে ক্রিকেট মহলে অনেক আলোচনা-সমালোচনা হওয়ার পর রোহিতকে দলে অর্ন্তভূক্ত করেন তাঁরা। সবকিছু ঠিক থাকলে বোর্ডার-গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্টের সেরা একাদশে সুযোগ পাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে রোহিতের।
রহিত ফেরায় সিডনি টেস্টে বেশ স্বস্তিতে থাকবে ভারত এমনটাই মত ভারতের সাবেক ব্যাটসম্যান ভিভিএস লক্ষণের। কেননা লক্ষণ অনুভব করেন, এই উদ্বোধনী ব্যাটসম্যানের ব্যাটিং প্রতিভা অস্ট্রেলিয়ার মাটিতে উপযুক্ত। এমনকি ইনজুরি থেকে সেরে ওঠে প্রথম টেস্ট খেলতে নেমেই সেঞ্চুরি করারও সম্ভবনা রয়েছে রোহিতের।

স্টার স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, 'অবশ্যই কোনও ব্যাটসম্যানকে জায়গা ছেড়ে দিতে হবে। সম্ভবত মায়াঙ্ক আগরওয়ালের জায়গায় রোহিত শর্মা ফিরবেন। কারণ দক্ষিণ আফ্রিকা সিরিজে নিয়মিত উদ্বোধনী ব্যাটসম্যান হিসাবে তাঁর দুর্দান্ত রেকর্ড রয়েছে। আমি মনে করি রোহিতকে ফিরে পেয়ে ভারতীয় ক্রিকেট দল খুবই স্বস্তিতে থাকবে।'
'রোহিত নিজেই তার প্রতিভা প্রদর্শন করতে চাইবে কেননা আমি সবসময়ই অনুভব করি যে তাঁর ব্যাটিং প্রতিভা অস্ট্রেলিয়ার উইকেটের জন্য খুবই উপযুক্ত। সুতরাং, যদি সে নতুন বলটি ঠিকমত দেখতে পায় তবে আমি নিশ্চিত যে সেঞ্চুরি করার যথেষ্ট সম্ভবনা রয়েছে তাঁর।'
প্রথম টেস্টের পর নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরে যান। অন্যদিকে ইনজুরিতে পড়ে অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামিও দল থেকে ছিটকে পড়েন। যে কারণে ড্রেসিং রুমে অভিজ্ঞতাশূন্য হয়ে পড়ে ভারত।
রোহিত ফেরায় ভারতীয় ড্রেসিং রুমে তাই অভিজ্ঞতার সঞ্চার হবে বলে মনে করছেন লক্ষণ। কেননা তৃতীয় টেস্টে জিতলে ২-১ ব্যবধানে এগিয়ে যাবে ভারত। সেক্ষেত্রে ৩-১ এ সিরিজ জয়েরও সুযোগ থাকবে সফরকারীদের।
এ প্রসঙ্গে তিনি আরো বলেন, 'বিশেষ করে যখন বিরাট দলে নেই, আপনি ভারতীয় ড্রেসিংরুমে আরও অভিজ্ঞ কাউকে চাইবেন। কারণ সিডনিতে আমাদের সিরিজ ২-১ নিয়ে যাওয়ার উপযুক্ত সুযোগ এবং তারপর সম্ভবত ৩-১ এ সিরিজ জয়েরও সুযোগ থাকবে।'