promotional_ad

ইংল্যান্ডের বোলিং কোচ হওয়ার দৌড়ে অ্যামব্রোস

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ইংল্যান্ড সফরের ভারত দলে সুদর্শন-নায়ার-আর্শদিপ, নেই শামি

১ ঘন্টা আগে
করুন নায়ার (বামে) ও সাই সুদর্শন (ডানে), ফাইল ফটো

সম্প্রতি নতুন তিনজন কোচ নিয়োগের জন্য বিজ্ঞাপন দিয়েছিল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। যেখানে বোলিং কোচ হওয়ার জন্য আবেদন করেছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার কার্টলি অ্যামব্রোস। জোফরা আর্চারদের কোচ হওয়ার দৌড়ে বেশ এগিয়ে আছেন সাবেক এই ক্যারিবিয়ান পেসার।


যদিও বোলিং কোচ হওয়ার দৌড়ে তাঁর শক্ত প্রতিদ্বন্দ্বী সাসেক্স এবং গ্লুস্টারশায়ারের সাবেক পেসার জন লুইস। আর্চারের সঙ্গে ভালো সম্পর্ক হওয়ায় তিনিও অনেকটা এগিয়ে থাকবেন। তবে অ্যামব্রোসও এই দায়িত্ব নিতে মুখিয়ে আছেন।

যদি তিনি বোলিং কোচ হিসেবে দায়িত্ব পান তাহলে ইংল্যান্ডের নতুন পেসার তৈরিতে কাজ করবেন তিনি। সেই সঙ্গে জাতীয় দল এবং 'এ' দলের বোলারদের সঙ্গেও কাজ করবেন অ্যামব্রোস। ইংল্যান্ডের পরবর্তী অ্যাশেজে জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন তিনি।


promotional_ad

কারণ অস্ট্রেলিয়ার মাটিতে তাঁর বোলিং পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। ১৪ টেস্টে ১৯.৭৯ গড়ে ৭৮ উইকেট নিয়েছিলেন তিনি। যেখানে ১৯৯২-৯৩ মৌসুমে ১ রানে ৭ উইকেট নিয়েছিলেন তিনি। এই অভিজ্ঞতা কাজে লাগাতেই অ্যামব্রোসকে বেছে নিতে পারে ইসিবি।


আরো পড়ুন

৮ ছক্কায় ১৬ বলে হাফ সেঞ্চুরি করে ডি ভিলিয়ার্সের পাশে ফোর্ড

১৯ ঘন্টা আগে
আয়ারল্যান্ডের বোলারদের ওপর তাণ্ডব চালিয়ে ১৬ বলে হাফ সেঞ্চুরি করেছেন ম্যাথু ফোর্ড

ক্রিকেট ইতিহাসের সেরা পেসারদের একজন অ্যামব্রোস। ৪০০ উইকেট নেয়া পেসারদের মাঝে সবচেয়ে কম গড় (২০.৯৯) তাঁর। কোচ হিসেবেও অ্যামব্রোসের অভিজ্ঞতা একেবারে কম নয়। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ওয়েস্ট ইন্ডিজ দলের বোলিং কোচ ছিলেন তিনি।


এ ছাড়া ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের সঙ্গে তিন বছর কাজ করেছেন এই কিংবদন্তি। এছাড়া তিনি ওয়েস্ট ইন্ডিজের আঞ্চলিক ক্রিকেট নিয়েও লম্বা সময় ধরে কাজ করেছেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball