ওয়ার্নারে আত্মবিশ্বাস বাড়ে অস্ট্রেলিয়ার

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
এশিয়া কাপ না খেলার গুঞ্জন উড়িয়ে দিল ভারত
১৯ মে ২৫
ইনজুরি থেকে সেরে উঠলেও এখনও মাঠে নামা হয়নি ডেভিড ওয়ার্নারের। বক্সিং ডে টেস্ট দিয়ে ফেরার কথা থাকলেও অপেক্ষা বেড়েছে তাঁর। শতভাগ ফিট থাকলে সিডনি টেস্টের মধ্য দিয়ে আবারও সবুজ গালিচায় ফিরছেন এই অজি ওপেনার।
এই বাঁহাতি ব্যাটসম্যানের ফেরা দলের বাকি সদস্যদের বাড়তি আত্মবিশ্বাস ও অনুপ্রেরণা যোগাবে বলে মনে করেন অস্ট্রেলিয়ান অধিনায়ক টিম পেইন। ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিং করার সময় কুঁচকির চোটে পড়েছিলেন ওয়ার্নার। যে কারণে সিরিজের তৃতীয় ওয়ানডে, টি-টোয়েন্টি এবং প্রথম দুইটি টেস্ট খেলা হয়নি তাঁর।
ওয়ার্নারের অনুপস্থিতিতে সফরকারীদের বিপক্ষে শেষ ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে হারের মুখ দেখতে হয় অজিদের। একই সঙ্গে ভারতের বিপক্ষেই ২০১৮ সালের পর আরো একটি বক্সিং ডে টেস্ট হারের হতাশায় ডুবতে হয় পেইন বাহিনীকে।

সিরিজে এগিয়ে যাওয়ার লড়াইয়ের ম্যাচে অজি তাঁবুতে স্বস্তি ফিরেছে ওয়ার্নারের ফেরার সংবাদে। অধিনায়ক পেইনের মতে দলে এই তেজি ব্যাটসম্যানের অন্তর্ভুক্তি সতীর্থদের অনেক বেশি উদ্দীপ্ত করবে। আর তাই ম্যাচ শুরুর আগে ওয়ার্নার বন্দনায় মেতেছেন অজি দলপতি। তিনি মনে করেন ওয়ার্নার থাকলে আরও শক্তিশালী হয় অস্ট্রেলিয়া দল।
চোট কাটিয়ে আইপিএলে ফিরছেন হ্যাজেলউড
২৩ ঘন্টা আগে
ওয়ার্নার প্রসঙ্গে পেইন বলেন, 'ডেভিড দুর্দান্ত একজন খেলোয়াড়। যে সতীর্থদের আত্মবিশ্বাসী করে তোলে। সে এমন একজন যাকে আপনি নিজের দলে সবসময় খেলাতে ভালোবাসবেন। মাঠে অনেক কথা বলে, প্রাণচাঞ্চল্যে ভরপুর ও দারুণ পেশাদার একজন খেলোয়াড় সে। তার সঙ্গে সবসময়ই খেলতে ভালোবাসি আমি।'
প্রতিপক্ষের উপর শুরু থেকেই প্রভাব বিস্তার করে খেলেন ওয়ার্নার। যা বিপক্ষ দলের বোলারদের দ্রুতই ক্লান্ত করে। এটিই মিডল অর্ডারে স্টিভেন স্মিথ ও মার্নাস ল্যাবুশেনেদের সুরক্ষা দেয় বলে মনে করেন পেইন। রানের মাঝে থাকা ওয়ার্নার দলকে আরও উত্তম অবস্থানে নিয়ে যান বলে মত এই অধিনায়কের।
এই প্রসঙ্গে পেইন বলেন, 'মাঠে সে (ওয়ার্নার) যেভাবে খেলে তা প্রতিপক্ষকে পাল্টা চাপে ফেলে। বিপক্ষে যারাই থাকুক না কেন রানের মধ্যে থাকা ডেভিড ওয়ার্নার নিজের দলকে আরো ভালো অবস্থানে নিয়ে যায়। আর এটিই দলে আরো বেশি শক্তি যোগায়।'
তিনি আরও বলেন, 'সে মিডল অর্ডারে মার্নাস (ল্যাবুশানে) এবং স্মিথকে কিছুটা সুরক্ষা দেয়। কারণ তারা যখন ব্যাট হাতে নামে বোলাররা কিছুটা ক্লান্ত হয়ে পরে। যা বিশাল একটি সুবিধা। তাই আমাদের দলে ডেভিডের ভূমিকা অনেক মাহাত্মপূর্ণ।’
বোর্ডার-গাভাস্কার সিরিজের অর্ধেক শেষে ১-১ এ সমতায় রয়েছে অস্ট্রেলিয়া ও ভারত। সিরিজের তৃতীয় টেস্ট শুরু হবে ৭ জানুয়ারি সিডনিতে। আর সূচি অনুযায়ী ব্রিসবেনে ১৫ জানুয়ারি থেকে সিরিজের শেষ টেস্ট খেলে লম্বা সফরের ইতি টানবে ভারত।