সুযোগ হাতছাড়ার আক্ষেপ মিসবাহর

ছবি: সংগৃহিত

|| ডেস্ক রিপোর্ট ||
নিউজিল্যান্ড-পাকিস্তান সিরিজের দ্বিতীয় টেস্টে ইনিংস ও ১৭৬ রানের ব্যবধানে হেরেছে পাকিস্তান। ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত হওয়া এই টেস্টে কিউই ব্যাটসম্যানদের ৮ টি ক্যাচ ছেড়েছে পাকিস্তানের ফিল্ডাররা। যার মধ্যে ডাবল সেঞ্চুরি হাঁকানো নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনেরই ছিল চারটি।
জীবন পেয়ে ২৩৮ রানের অনবদ্য এক ইনিংস খেলা কিউই অধিনায়ক বলতে গেলে একাই সফরকারীদের পরাজিত করেছেন। মাউন্ট মঙ্গানুয়ের প্রথম টেস্টেও বেশ কয়েকয়টি ক্যাচ ছাড়তে দেখা গিয়েছিল মোহাম্মদ রিজওয়ানের দলকে। এমনকি দুই ম্যাচেই ক্যাচের সহজ সুযোগ হাতছাড়া করেছিল তাঁরা।

ফলস্বরূপ গত এক দশক ধরে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট জেতার স্বপ্ন পূরণ হয়নি পাকিস্তানের। কিউদের বিপক্ষে দীর্ঘ ১২ বছর জয় না পাওয়ার কারণ হিসেবে ক্যাচ মিসকেই দুষছেন পাকিস্তানের প্রধান কোচ মিসবাহ-উল-হক। যা সদ্য সমাপ্ত সিরিজেও প্রভাবিত করেছে বলে মত তাঁর।
সিরিজের শেষে পিসিবি পডকাস্টকে মিসবাহ বলেন, 'আমি মনে করি আমাদের সামনে সবচেয়ে বড় জিনিসটি, যা আমরা অতীতে পাকিস্তান ক্রিকেটের সঙ্গেও দেখেছি, তা হল আমাদের ক্যাচ হাতছাড়া। আমি মনে করি এই সিরিজটিতেও (নিউজিল্যান্ড সিরিজ) এটি প্রভাবিত করেছে।'
দুই টেস্ট মিলে অনেকগুলো নিশ্চিত ক্যাচ হাতছাড়া করেছিল পাকিস্তান। এমনকি চেষ্টা করলেই ধরা যেত এমন ক্যাচ তো নেয়ারই চেষ্টা করেননি পাকিস্তানের ফিল্ডাররা। দলের ফিল্ডিং নিয়ে তাই কাজ করার প্রয়োজন অনুভব করছেন মিসবাহ।
এ প্রসঙ্গে তিনি আরো বলেন, 'আমরা উভয় টেস্টেই অনেকগুলো ক্যাচ হাতছাড়া করেছি। যার মধ্যে কিছু ক্যাচ আমরা ধরতে পারতাম। আমরা এই টেস্টেও বেশ কিছু ক্যাচ নিতে পারতাম যদিও আমরা সেগুলি মিস করেছি। আমাদের এ নিয়ে কাজ করা প্রয়োজন।'