promotional_ad

চ্যাপেলের 'রোমাঞ্চকর' একদশে কোহলি, নেই শচিন

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

১৬ রানে ৭ উইকেট হারিয়ে হারল কোহলিরা

১৬ ঘন্টা আগে
বল হাতে সানরাইজার্সের জয়ের নায়ক প্যাট কামিন্স, বিসিসিআই

নতুন বছরের শুরুতেই সাবেক ক্রিকেটার, ধারাভাষ্যকার ও কিংবদন্তিরা প্রকাশ করছেন নিজেদের পছন্দের একাদশ। এরই ধারাবাহিকতায় ইতিহাস সেরা রোমাঞ্চকর টেস্ট একাদশ সাজিয়েছেন গ্রেগ চ্যাপেল। সেখানে একবিংশ শতকে অভিষেকের স্বাদ পাওয়া একমাত্র খেলোয়াড় হিসেবে রয়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।


মূলত ভয়ডরহীন ক্রিকেটকেই একাদশ সাজানোর জন্য বিবেচনা করেছেন চ্যাপেল। শচিন টেন্ডুলকার, সুনীল গাভাস্কার, ব্রায়ান লারা, স্টিভ ওয়াহ দের মত অনেক কিংবদন্তী বাদ পড়েছেন এই অজির পছন্দের একাদশ থেকে।আগ্রাসী মনোভাবের কারণেই কোহলিকে বিশেষ পছন্দ সাবেক ভারতীয় কোচের। এমনকি এই ব্যাটসম্যানকে অস্ট্রেলিয়ার মাটিতে সেরা বিদেশির উপাধিও দিয়েছিলেন চ্যাপেল।


তিনি বলেছিলেন 'কোহলি সব সময়ের সেরা বিদেশি, যে কিনা অস্ট্রেলীয়দের মতো। সে নতুন ভারতের প্রতিনিধি। সেরা ক্রিকেটার হিসেবে আর বিশ্বের সবচেয়ে দাপুটে ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে সে খেলাটাকে আরও ছড়িয়ে দেওয়ার দায়িত্ব বোধ করে।'


promotional_ad

কোহলিকে বেছে নেয়া হয়েছে পাঁচ নম্বরে ব্যাটিংয়ের জন্য। কারণ মিডল অর্ডারে তাঁর সঙ্গী হিসেবে রয়েছেন স্যার ভিভিয়ান রিচার্ডস, দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি গ্রায়েম পোলক। তাঁরা দুইজন রয়েছেন যথাক্রমে তিন ও চার নম্বরে। প্রোটিয়া সাবেক অধিনায়ক শন পোলক পেস বোলার হলেও তাঁর চাচা গ্রায়েম ছিলেন ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা বাঁহাতি ব্যাটসম্যান।


উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে আছেন আরেক ভারতীয় বীরেন্দ্র শেবাগ। ইনিংসের শুরু থেকেই প্রতিপক্ষের বোলারদের উপর চড়াও হওয়াকে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন এই ভারতীয়। তাঁর সঙ্গী হিসেবে চ্যাপেল বেছেছেন ষাটের দশকের ইংল্যান্ড কলিন মিলবারর্নকে।


মোটরসাইকেল দুর্ঘটনায় বাম চোখ হারানোর আগে পর্যন্ত ৯ টি টেস্ট খেলার সুযোগ পেলেও নিজের আগ্রাসী ব্যাটিং দিয়ে সকলের মন জয় করেছিলেন তিনি। ছোট ক্যারিয়ারে ২ টি করে শতক ও অর্ধ শতক রয়েছে ইংলিশের।


উইন্ডিজ কিংবদন্তী স্যার গ্যারফিল্ড সোবার্স অলরাউন্ডার হিসবে রয়েছেন এই রোমাঞ্চকর একাদশে। আর উইকেটরক্ষক হিসেবে চ্যাপেল ভরসা রেখেছেন স্বদেশী অ্যাডাম গিলক্রিস্টের ওপর। যিনি উইকেটরক্ষক-ব্যাটসম্যানের সংজ্ঞা পাল্টে দিয়েছিলেন নিজের আগ্রাসী ব্যাটিংয়ের মাধ্যমে।


উইকেটরক্ষণের মত বোলিং আক্রমণেও স্বদেশীদের উপরেই বেশি আস্থা চ্যাপেলের। বোলার হিসেবে ডেনিস লিলি, জেফ থমসন ও শেন ওয়ার্নের সঙ্গে একমাত্র বিদেশি হিসবে রয়েছেন ওয়াসিম আকরাম। বিশ্বজুড়ে ঘূর্ণি জাদু দিয়ে ওয়ার্নের চেয়ে বেশি উইকেট ঝুলিতে ভরেও জায়গা হয়নি মুত্তিয়া মুরালিধরনের।


গ্রেগ চ্যাপেলের রোমাঞ্চকর টেস্ট একাদশঃ বীরেন্দ্র শেবাগ, কলিন মিলবার্ন, স্যার ভিভিয়ান রিচার্ডস, গ্রায়েম পোলক, বিরাট কোহলি, স্যার গারফিল্ড সোবারস, অ্যাডাম গিলক্রিস্ট, ওয়াসিম আকরাম, শেন ওয়ার্ন, ডেনিস লিলি, জেফ থমসন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball