দ্বিতীয় ইনিংসে ফিরছেন পান্ত, জাদেজাকে নিয়ে শঙ্কা

ছবি: সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ঘরের মাঠে উইকেট মন্থর করে নিজেরাই বিপদে পড়ল লক্ষ্ণৌ
২ এপ্রিল ২৫
একের পর এক ইনজুরি আঘাত হানছে ভারতীয় দলে। এবার সিডনি টেস্টের তৃতীয় দিনে ইনজুরিতে পড়েছেন রবীন্দ্র জাদেজা এবং ঋষভ পান্ত। ভারতীয় এই উইকেটরক্ষকের ইনজুরি খুব বেশি গুরুতর নয়। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামতে পারেন তিনি। তবে শঙ্কা তৈরি হয়েছে জাদেজাকে নিয়ে।
বুড়ো আঙুলে চিড় ধরা পড়ায় ২-৩ সপ্তাহের জন্য বাইরে থাকতে হতে পারে এই অলরাউন্ডার। এমনটা হলে এই টেস্টের বাকি অংশসহ ব্রিসবেন টেস্ট মিস করতে পারেন তিনি। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) একটি বিশেষ সূত্র এমনটাই জানিয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলো দাবি করছেন।

তারা দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন কিনা এ নিয়ে এখনও কিছু বলেনি বিসিসিআই। এক টুইটে তারা জানিয়েছে, ইনজুরিতে পড়ায় পান্তকে আপাতত স্ক্যান করাতে নেয়া হয়েছে। সেটার ফলাফল হাতে এলেই কেবল তাদের ইনজুরির আপডেট দিতে পারবে বিসিসিআই।
তিন সপ্তাহ আগে অস্ট্রেলিয়ার পেস বোলার প্যাট কামিন্সের ছোঁড়া বলে বাহুতে আঘাত পেয়েছিলেন মোহাম্মদ শামি। তৃতীয় টেস্টে এসে আবারও সেই কামিন্স। তবে এবার ইনজুরিতে পড়েছেন ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যান পান্ত। অস্ট্রেলিয়ান এই পেসারের ছোঁড়া একটি শর্ট বল আঘাত হানে পান্তের শরীরে। সঙ্গে সঙ্গে ব্যাথায় কাতরাতে থাকেন তিনি।
ভারত দলের ফিজিও এসে কিছুক্ষণ শুশ্রুষা করলে ব্যাথানাশক ওষুধ নিয়ে আবারো ব্যাট হাতে ফেরেন পান্ত। যদিও বেশিক্ষণ সুবিধা করতে পারেননি। বরং হাতের ব্যাথার কারণে খেলতে বেশ অসুবিধা পড়ছিলেন। ভারতের বিপর্যয়ের দিনে ব্যাট হাতে ৩৬ রানের মাথায় ডেভিড ওয়ার্নারের হাতে ক্যাচ দিয়ে সাজঘরের পথ ধরেন তিনি।
আর মিচেল স্টার্কের বলে বাঁ হাতের বুড়ো আঙ্গুলে চোট পেয়েছেন জাদেজা। এদিন ২৮ রানে অপরাজিত ছিলেন তিনি। এর আগে ইনজুরিতে পড়েছেন উমেশ যাদবও। আর সিরিজ শুরু আগের ইনজুরিতে পড়েছিলেন ভুবেনশ্বর কুমার ও ইশান্ত শর্মা।