promotional_ad

পেস বোলিং বড় ভূমিকা রাখবে বিশ্বাস রুটের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বাংলাদেশের বিপক্ষে খেলে টেস্ট থেকে অবসর নেবেন ম্যাথিউস

১৩ ঘন্টা আগে
ফাইল ছবি

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) শুরু হচ্ছে শ্রীলঙ্কা এবং ইংল্যান্ডের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ। সিরিজের প্রথম ম্যাচে ইংলিশদের বোলিং লাইন আপ কেমন হবে সেটা এখনও নিশ্চিত নয়। সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে এমনটাই জানিয়েছেন, ইংলিশ দলপতি জো রুট।


গল টেস্ট শুরু হতে ২৪ ঘণ্টারও কম সময় রয়েছে। তবে তাঁর বিশ্বাস পেস বোলিং এই ম্যাচে প্রাধান্য বিস্তার করবে। যদিও ঐতিহ্যগতভাবে গলের উইকেট স্পিন বান্ধব। গত কয়েকদিনের টানা বৃষ্টির কারণে গলের উইকেট তার স্পিন বন্ধবতা হারাতে পারে বলে মত রুটের।


promotional_ad

তিনি বলেছেন, 'এখানে অনেক বৃষ্টি হয়েছে গত কয়েক দিনে। আমাদের শুরুর একাদশ নিয়ে নিশ্চিত হওয়া প্রয়োজন। এবং এই কন্ডিশন ও উইকেটে আমাদের কি কাজে লাগবে সেটাই দেখার বিষয়। এই শীতে (শ্রীলঙ্কা এবং ভারত সফরে) আমরা পেস বোলিংকে একটি কৌশল হিসেবে কাজে লাগাতে পারি। আশা করি এটা বেশ কাজে লাগবে।'


আরো পড়ুন

তিন সেঞ্চুরিতে ইংল্যান্ডের রানের পাহাড়, রুটের ১৩ হাজার

১৮ ঘন্টা আগে
মাঠ ছাড়ার আগে হ্যারি ব্রুক ও অলি পোপ, ইসিবি

গলের মাঠে ২০১৪ সালের পর কোনো টেস্ট ম্যাচ ড্র হয়নি। ফলে নিশ্চিত ফলাফলের উদ্দেশ্য নিয়েই মাঠে নামবে দুই দল এক্ষেত্রে পেস বোলিং বড় ভূমিকা রাখতে পারে বলে আশাবাদী ইংলিশ অধিনায়ক রুট। তার বিশ্বাস সিরিজ জয় দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার আশা বাঁচিয়ে রাখবে তার দল।


শ্রীলঙ্কার মাটিতে সাদা পোষাকে ইংল্যান্ডের পারফরম্যান্স বরাবরই আশা জাগানিয়া। এই শতকের শুরু থেকে এখন পর্যন্ত লঙ্কা দ্বীপে ৬টি ম্যাচ জিতেছে ইংল্যান্ড। আর হেরেছে তারা ৪টি ম্যাচে। এমন পারফরম্যান্সই আশা যোগাচ্ছে ইংলিশ শিবিরে। 


রুট বলেন, 'আশে পাশের আবহাওয়া মিলিয়ে পেস বোলিং বড় ভূমিকা রাখতে পারে এটা আগেও বলেছি। আমাদের দেখতে হবে কোনটা আমাদের কাছে ঠিক এবং আমাদের জন্য ফলাফল নিয়ে আসবে। এটা কিছুটা উদ্ভট হলেও আমাদের এই পদক্ষেপ নিতে হবে। এটা দারুণ ব্যাপার যে আমাদের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার সুযোগ রয়েছে আমাদের।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball