নিজেদেরকেই এগিয়ে রাখছেন করুনারত্নে

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের বিপক্ষে খেলে টেস্ট থেকে অবসর নেবেন ম্যাথিউস
১৩ ঘন্টা আগে
সর্বশেষ শ্রীলঙ্কা সফরে ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছিল ইংল্যান্ড। এবার অবশ্য পূর্ণ শক্তির ইংল্যান্ড দল খেলছে না শ্রীলঙ্কায়। ইংলিশরা এই সিরিজে বিশ্রাম দিয়েছে বেন স্টোকস এবং জফরা আর্চারকে। এ ছাড়া করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় সিরিজ থেকেই ছিটকে গেছেন মঈন আলী।
এটাকেই নিজেদের এগিয়ে থাকার কারণ বলে মনে করেন লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে। মূলত অভিজ্ঞতার বিচারেই নিজেদের এগিয়ে রাখছেন তিনি। বেশ কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড় না থাকায় ইংল্যান্ড দলে তারুণ্যের ছড়াছড়ি। তাই চেনা কন্ডিশনে নিজেদেরকেই এগিয়ে রাখছেন লঙ্কান দলপতি।

করুনারত্নে বলেন, 'এই দলের বিপক্ষে আমরা স্পষ্ট এগিয়ে থাকবো। কারণ তাদের বেশ কয়েকজন নতুন খেলোয়াড় রয়েছে। শেষ সিরিজে আমাদের সঙ্গে যারা খেলেছিল তাদের মধ্যে বেন স্টোকস তাদের স্কোয়াডে নেই এবং জেনিংসও দলে নেই। স্টোকস এমন একজন খেলোয়াড় যে দলটাকে ভারসাম্যপূর্ণ করে তোলে। এই কন্ডিশনে এই স্কোয়াডের খুব বেশি অভিজ্ঞতা নেই।'
তিন সেঞ্চুরিতে ইংল্যান্ডের রানের পাহাড়, রুটের ১৩ হাজার
১৭ ঘন্টা আগে
লঙ্কান অধিনায়ক যোগ করেন, 'আমরা এটা সহজ করে দেখছি না। তারা ভালোভাবেই প্রস্তুতি নিয়েছে এবং আমরা দেখেছি তারা কতটা ভালো প্রস্তুতি নিয়েছে। তারা ক্রিকেট খেলছে এবং তারাই প্রথম দেশ যারা কোভিড-১৯ এর মহামারীর মধ্যেই ক্রিকেট শুরু করেছে। তাদের ফিটনেস লেভেলও ভালো অবস্থানে আছে। আমরা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরু করেছি এবং ইনজুরির কারণে আমরা কিছু খেলোয়াড় হারিয়েছি।'
শ্রীলঙ্কার মাটিতে ইংল্যান্ডের স্পিনারদের সমীহ করছেন লঙ্কান অধিনায়ক। করুনারত্নে জানিয়েছেন, ইংল্যান্ডের স্পিন বোলিং আক্রমণ যেকোনো দেশের ব্যাটসম্যানদেরই চ্যালেঞ্জ জানাতে পারে। মঈন আলী না থাকলেও জ্যাক লিচ এবং ডম বেসকে নিয়ে গড়া ইংল্যান্ডের স্পিন আক্রমণ যথেষ্ঠ শক্তিশালী বলে মনে করেন করুনারত্নে।
লঙ্কান অধিনায়কের ভাষ্য, 'আমি মনে করি এই সময়ে তাদের স্পিনাররা ভয়ঙ্কর। লিচ রয়েছে এবং সর্বশেষ সিরিজে সে অনেক ভালো বোলিং করেছে। এটা দুর্ভাগ্যজনক যে মঈন আলী খেলতে পারছে না। সেও ভালো করেছিল। ডম বেসও দারুণ করেছে ইংল্যান্ডের হয়ে। তাই তাদের বোলারদের অবমূল্যায়ন করছি না। আমরা জানি তাদের সামর্থ্য সম্পর্কে।'