১০ মাস অপেক্ষার পরও রুটদের খেলা দেখা হলো না

ছবি: সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||
তিন সেঞ্চুরিতে ইংল্যান্ডের রানের পাহাড়, রুটের ১৩ হাজার
১৮ ঘন্টা আগে
একটা দল যখন সফর করে তখন প্রিয় দলকে সমর্থন দিতে প্রায়শই ক্রিকেট সমর্থকরা সেই দেশে ভ্রমণ করেন। এমন চিত্র বাংলাদেশ, ভারতের সমর্থকদের মাঝে একটু বেশি দেখা যায়। অন্যান্য দেশের যে এমন দর্শক নেই বিষয়টা সেরকম না। কিন্তু দেশের খেলা দেখতে সেই দেশে থেকে যান, এমন চিত্র হরহামেশায় দেখা যায় না।
তেমন চিত্রও মিললো শ্রীলঙ্কার গলে। প্রিয় দলের খেলা দেখবেন বলে শ্রীলঙ্কাতেই থেকে গিয়েছিলেন এক ইংলিশ সমর্থক। সেটা কয়েকদিন কিংবা কয়েক সপ্তাহও নয়। একেবারে টানা ১০ মাস ছিলেন লঙ্কা দ্বীপে। সেই ইংলিশ সমর্থকের নাম রব লিউস।

লঙ্কা দ্বীপে ১০ মাস কাটিয়ে দিলেও মাঠে বসে ইংল্যান্ডের খেলা দেখার সুযোগ পেলেন না সেই সমর্থক। তবুও পিছপা হননি তিনি। পুলিশের অনুমতিতে গল ফোর্টে গিয়ে দেশের সমর্থনে তিনটি পতাকা টাঙিয়ে এসেছেন ইংল্যান্ডের একনিষ্ঠ ভক্ত।
যদিও তাতে তিনি খুশি নন। বরং পুলিশ প্রধানের সঙ্গে দেখা করে ম্যাচ দেখার ছাড়পত্র পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। এ প্রসঙ্গে লিউস বলেছেন, ‘আমি ১০ মাস ধরে এই ম্যাচটা দেখার জন্য অপেক্ষা করছিলাম। কিন্তু পুলিশ আমাকে তাড়িয়ে দিল।’
গত বছর মার্চে শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ খেলতে এসেছিল ইংল্যান্ড। তখনই দলের খেলা দেখতে এসেছিলেন লিউস। কিন্তু করোনাভাইরাসের কারণে ইংল্যান্ড দেশে ফিরে গেলেও ফিরতে পারেননি তিনি। যে কারণে শ্রীলঙ্কাতেই থেকে গিয়েছেন তিনি। পরবর্তীতে জীবিকার তাগিদে ওয়েব ডিজাইনার এবং নাইটক্লাবের ডিজে হিসেবে কাজ করেছেন তিনি।
১০ মাস পর ইংলিশরা শ্রীলঙ্কার মাটিতে ফিরলেও মাঠে বসে খেলা দেখার সৌভাগ্য হলো না তাঁর। কারণ করোনাভাইরাসের কারণে মাঠে দর্শক প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সরকার। যে কারণে মাঠে খেলা ফিরলেও ফেরা হলো না লিউসের।