কোয়ারেন্টাইন কাটিয়ে দলের সঙ্গে যোগ দিলেন মঈন আলী

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
তিন সেঞ্চুরিতে ইংল্যান্ডের রানের পাহাড়, রুটের ১৩ হাজার
১৭ ঘন্টা আগে
শ্রীলঙ্কায় পৌঁছেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলী। ইতোমধ্যে তিনি কোভিড-১৯ মুক্ত হয়েছেন। শনিবার (১৬ জানুয়ারি) তিনি কোয়ারেন্টাইন থেকেও মুক্ত হয়েছেন।
মূলত তার কিছু উপসর্গ থেকে যাওয়ায় নেগেটিভ প্রমাণিত হওয়ার পরও বাড়তি কয়েকদিন কোয়ারেন্টাইনে থাকতে হয়েছে তাকে। সাধারণত করোনায় আক্রান্তদের ১০ দিনের কোয়ারেন্টাইনের নিয়ম রয়েছে শ্রীলঙ্কায়।

সেখানে ১৩ দিন কোয়ারেন্টাইনে থাকতে হয়েছে মঈনকে। শনিবার তিনি দলের সঙ্গে গলের লাইটহাউজ হোটেলে উঠেছেন। গল টেস্টের তৃতীয় দিনে তাকে দলের ড্রেসিংরুমেও দেখা গেছে।
বাংলাদেশের বিপক্ষে খেলে টেস্ট থেকে অবসর নেবেন ম্যাথিউস
১৩ ঘন্টা আগে
দিনের খেলা শেষে মঈন প্রসঙ্গে কথা বলেছেন ইংলিশ অলরাউন্ডার স্যাম কারান। তিনি বলেছেন, 'মো ফিরেছে এটা দারুণ ব্যাপার। আমরা যখন এক সেশন শেষে চেঞ্জিং রুমে ঘোরাঘুরি করছিলাম তখনই মোকে দেখেছি। সবার মুখেই তাকে দেখে হাসি ফুটেছে।'
'তার সত্যিই কঠিন কয়েকটি সপ্তাহ গেছে এবং সে যেমন পরিস্থিতি পার করেছে কেউই এমন অবস্থায় থাকতে চায় না। ভালো হয়েছে যে সে সুস্থ হয়ে ফিরেছে এবং আমরা তাকে পেতে উন্মুখ হয়ে আছি। কারণ আমরা সবাই জানি সে দুর্দান্ত খেলোয়াড়।'
২০১৯ অ্যাসেজের পর থেকেই সাদা পোষাকের ক্রিকেট থেকে বিরতিতে মঈন। এরই মধ্যে পার হয়ে গেছে ১৮ মাস। তাকে ছাড়াই নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলেছে ইংল্যান্ড। এবার শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট দিয়ে আবারও সাদা পোষাকে ফেরার অপেক্ষায় আছেন তিনি।