promotional_ad

ইংল্যান্ডের ৩৬ রানের অপেক্ষা

 সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


গল টেস্ট জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ইংল্যান্ড। পঞ্চম দিনে জয়ের জন্য সফরকারীদের প্রয়োজন মাত্র ৩৬ রান, হাতে রয়েছে ৭ উইকেট। ২ উইকেটে ১৫৬ রান নিয়ে দিন শুরু করা শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস থেমেছে ৩৫৯ রানে। ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পেয়েছেন লঙ্কান উদ্বোধনী ব্যাটসম্যান লাহিরু থিরিমান্নে। ইংল্যান্ডের হয়ে প্রথমবারের মতো ৫ উইকেট পেয়েছেন স্পিনার জ্যাক লিচ।


৭৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চতুর্থ দিন শেষে ইংলিশদের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৩৮ রান। যদিও ছোট লক্ষ্য তাঁড়া করতে নেমে গলের স্পিনিং উইকেটে শুরুতেই বিপাকে পড়ে সফরকারীরা। মাত্র ৩ রানের মাথায় ডমিনিক সিবলীকে বোল্ড করে সাজঘরে পাঠান বাঁহাতি স্পিনার লাসিথ এম্বালদুনিয়া। সিবলীর ব্যাট থেকে আসে মাত্র ২ রান। শুরুর ধাক্কা সামলে স্কোরবোর্ড মেরামতের দায়িত্ব নেন জ্যাক ক্রোলি এবং জনি বেয়ারস্টো।


কিন্তু দলীয় ১২ রানের মাথায় আবারো এম্বালদুনিয়ার বলে কুশল মেন্ডিসের ক্যাচ হয়ে হয়ে ফিরে যান ক্রোলি। দলীয় ১২ রানের মাথায় ৮ রান করে সাজঘরের পথ ধরেন তিনি। এরপর ক্রিজে আসেন প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি হাঁকানো দলীয় অধিনায়ক জো রুট। কিন্তু তিনিও ৩ বলের বেশি টিকতে পারেননি। মাত্র ১ রান করে রুট ফিরে গেলে আবারো বিপাকে পড়ে ইংল্যান্ড।


promotional_ad

ফলে ৭৪ রানের লক্ষ্য তাঁড়া করতে নেমে ১৪ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে ফেলে ইংলিশরা। গলের স্পিনিং উইকেটে ছোট্ট লক্ষ্যটাকেই যেন অনেক বড় মনে হয়েছিল ইংলিশদের জন্য। এরপর আর কোন উইকেট হারাতে দেননি জনি বেয়ারস্টো এবং অভিষিক্ত ড্যান লরেন্স। স্কোবোর্ডে কোন উইকেট না হারিয়ে চতুর্থ উইকেট জুটিতে ২৪ রান যোগ করেন তাঁরা।

১১ রানে অপরাজিত আছেন বেয়ারস্টো অন্যদিকে ৭ রানে অপরাজিত আছেন লরেন্স। গলের স্পিনিং উইকেটে কোন পেস বোলার ব্যবহার করেনি শ্রীলঙ্কা। দুই স্পিনার এম্বালদুনিয়া এবং দিলরুয়ান পেরেরা শেষ বিকেলে ১৫ ওভার ভাগাভাগি করে বল করেন। এম্বালদুনিয়া শুরুতেই দুই উইকেট নিলেও উইকেট শূন্য থেকেছেন পেরেরা।


এদিকে শ্রীলঙ্কা তৃতীয় দিনের ১৫৬ রানের সঙ্গে আর ২০৩ রান করতেই ৮ উইকেট হারিয়ে ফেলে। দলীয় ২১০ রানের মাথায় ১১১ রান করে স্যাম কারেনের বলে উইকেটরক্ষক জস বাটলারের হাতে কাঁটা পরেন থিরিমান্নে। দিনের শুরুতেই শূন্য রান করে ফেরেন এম্বালদুনিয়া। ৬ নম্বরে ব্যাট করতে নেমে সাবেক আধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস ৭১ রানের একটি ইনিংস খেলেন।


যদিও কেউ তাকে যোগ্য সঙ্গে দিতে পারেননি। প্রথম টেস্ট শুরু আগে দলীয় অদিনায়ক দিমুথ করুণারত্নে চোট পাওয়ায় দিনেশ চান্ডিমাল অধিনায়কত্বের দায়িত্ব পান। দ্বিতীয় ইনিংসে তিনি মাত্র ২০ রান করে ডম বেসের বলে রুটের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। উইকেটরক্ষক নিরোশাল ডিকওয়েলার ব্যাট থেকে আসে ২৯ রান।


শেষ দিকে নেমে দিলরুয়ান ২৪ রান করলে ৭৪ রানের লিড নিয়ে ৩৫৯ রানেই থামে শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস। এর পিছনে সবচেয়ে বড় কারিগর লিস এবং বেচ। এই দুইজনের ঘূর্ণিতেই ৮ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা। ক্যারিয়ারে প্রথমবারের মত ৫ উইকেট শিকার করেন লিচ অন্যদিকে বেসের উইকেট ৩টি। এছাড়া কারেন নিয়েছেন ২ টি উইকেট।


 


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball