উইলিয়ামসনের অনুপ্রেরণায় রুটের ডাবল সেঞ্চুরি

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
তিন সেঞ্চুরিতে ইংল্যান্ডের রানের পাহাড়, রুটের ১৩ হাজার
১৮ ঘন্টা আগে
২০২০ সালটা ভারো যায়নি ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক জো রুটের। ২০২১ সালের শুরুতে এসেই শ্রীলঙ্কার বিপক্ষে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। এর পিছনে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনের অনেক বড় অনুপ্রেরণা রয়েছে বলে জানান ইংল্যান্ডের দীর্ঘ ফরম্যাটের এই অধিনায়ক।
গত বছর একটিও সেঞ্চুরি হাঁকাতে পারেননি রুট। নতুন বছরের শুরুতে এসেই শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টেই ২২৮ রানের একটি ইনিংস খেলেন তিনি। যেটা তাঁর ক্যারিয়ারের চতুর্থ ডাবল সেঞ্চুরি। ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে যা রেকর্ডও। এর আগে ইংলিশ অধিনায়কদের মধ্যে দুটি ডাবল সেঞ্চুরি করতে পারেননি কেউ।

২২৮ রানের ইনিংসের পিছনে করোনা এবং উইলিয়ামসনের অবদান রয়েছে বলে জানান রুট। করোনা অবসরে উইলিয়ামসনের ব্যাটিং ভিডিও ফুটেজ দেখে দেখে তিনি অনেক অনেক কিছু শিখেছেন। কেননা রুট মনে করেন তাঁর সমকক্ষদের কাছ থেকে শিখে এগিয়ে যেতে হবে।
এ প্রসঙ্গে রুট বলেন, 'আমি বিশ্বজুড়ে ক্রিকেট থেকে ফুটেজ দেখছি। কেনের (কেন উইলিয়ামসন) মত সেরা ক্রিকেটারদের ব্যাটিং ভিডিও দেখেছি। সে অবিশ্বাস্য খেলেছে। সে কীভাবে এত এত রান করে তা দেখেছি এবং শিখেছি। আপনাকে আপনার সমকক্ষদের কাছ থেকে শিখতে হবে এবং আপনার এগিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যেতে হবে।'
রুট আরো বলেন, 'আমি আমার নিজের কাজের জন্য অনেক সময় ব্যয় করেছি। এটাই আমার ক্ষেত্রে করোনার সুবিধা। আমি আগের ইনিংসগুলো পর্যালোচনা করতে অনেক সময় পেয়েছি। আমি পুরনো ফুটেজগুলোও দেখেছি।'
এই গ্রীষ্মে ব্যাট হাতে দুর্দান্ত খেলেছেন উইলিয়ামসন। সর্বশেষ ৪ ইনিংসের মধ্যে ৩টিতেই সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। যার মধ্যে রয়েছে দুটি ডাবল সেঞ্চুরিও। একই সঙ্গে টেস্ট ক্রিকেটে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষে অবস্থান করছেন উইলিয়ামসন।