promotional_ad

ঘরের মাঠেও ফেরা হচ্ছে না জাদেজার

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

এশিয়া কাপ না খেলার গুঞ্জন উড়িয়ে দিল ভারত

১৯ মে ২৫
এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন ভারত

সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়া সফরে ভারতের সবচেয়ে বড় শত্রু ছিল চোট। দলের একাধিক গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে একাদশের বাইরে রেখেই লড়তে হয়েছিল টিম ইন্ডিয়াকে। পারিবারিক কারণে ছিলেন না বিরাট কোহলিও। তারপরও আজিঙ্কা রাহানের নেতৃত্বে অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে দেশে ফিরেছে ভারত।


ঘরের বাইরে সিরিজ জয়ের পর এবার ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে লড়বে ভারত। যেখানে ফিরেছেন নিয়মিত অধিিনায়ক কোহলিও। তবে ইংলিশদের বিপক্ষে সিরিজেও দলটির অন্যতম ভাবনার কারণ সেই চোটই। খেলতে পারছেন না মোহাম্মদ শামি, ভুমনেশ্বর কুমার, হানুমা বিহারির মতো ক্রিকেটাররা। 


চোটের কারণে নেই রবিন্দ্র জাদেজাও। এমনকি শুধু টেস্ট সিরিজ নয় বাঁহাতি এই অলরাউন্ডারের সার্ভিস সীমিত ওভারের ক্রিকেটেও নাও পেতে পারে ভারত। যদিও রঙ্গিন জার্সির জাদেজাকে না পাওয়ার বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ভারত। 


promotional_ad

৫ ফেব্রুয়ারি থেকে চেন্নাই-তে শুরু হতে চলেছে ভারত বনাম ইংল্যান্ড দ্বিপাক্ষীয় সিরিজ । সেখানে প্রথম দুই টেস্টের জন্য ঘোষিত দলে জাদেজা না থাকলেও সিরিজের বাকি অংশে দলের সঙ্গে যোগদানের অপেক্ষায় ছিলেন তিনি। কিন্তু অবশেষে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) থেকে পুরো সিরিজে অনুপস্থিতি নিশ্চিত করা হয়েছে।


বিসিসিআই এর তরফ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, 'টেস্ট সিরিজে থাকছে না রবীন্দ্র জাদেজা। তাঁর পুরোপুরি সেরে উঠতে ৬ সপ্তাহ সময় লাগবে। পরে ভারতীয় নির্বাচকেরা সিদ্ধান্ত নেবেন জাদেজা-কে দলে নেওয়া হবে কি হবে না।'


অস্ট্রেলিয়া সফর থেকেই চোট সমস্যায় ভুগছিলেন তিনি। আর সেজন্য ঐতিহাসিক ব্রিসবেন টেস্টেও ভারতীয় দলের অংশ হতে পারেননি তিনি। ইংল্যান্ড সিরিজে ভারতীয় দলে জাদেজার অভাব কতটা অনুভূত হয়, সেটা অবশ্যই সময় বলবে। আর চোট থেকে সেরে উঠতে তাকে রিহ্যাবে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে পাঠানো হবে বলে জানানো হয়।


বিসিসিআই সূত্রের বরাত দিয়ে ভারতের জনপ্রিয় দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেস বলেছে, 'শুধুমাত্র টেস্ট সিরিজ নয়, ওয়ানডে এবং টি-২০ সিরিজ থেকেও রবীন্দ্র জাদেজাকে সম্ভবত অব্যাহতি দিচ্ছে ভারতীয় নির্বাচকমণ্ডলী। আর সেক্ষেত্রে পরিবর্ত ক্রিকেটার হিসেবে ওয়াশিংটন সুন্দরের সঙ্গে অক্সর প্যাটেলকে দেখা যেতে পারে। ভারতে ফিরে আসার পর রবীন্দ্র জাদেজা-কে এনসিএ-তে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।'


সিডনি টেস্টের প্রথম ইনিংসের ৯৯তম ওভারে মিচেল স্টার্কের বলে ডিফেন্স করার সময় বাঁ-হাতের বুড়ো আঙুলে চোট পান জাদেজা। এরপর ফিজিও এসে প্রাথমিক চিকিৎসা দেন তাঁকে। সেভাবেই ব্যাটিং চালিয়ে গেলেও পরে স্ক্যান করে বুড়ো আঙুলে চিড় ধরা পরে এই বাঁহাতির। পরবর্তীতে অপারেশন টেবিলে যেতে হয় তাঁকে।


চেন্নাই টেস্ট দিয়ে ৫ ফেব্রুয়ারী ইংল্যান্ড চ্যালেঞ্জ শুরু হবে ভারতের। সফরে চারটি টেস্ট পাঁচটি টি-টোয়েন্টি ও ৩ টি ওয়ানডেতে মুখোমুখি হবে দল দুটি। চেন্নাই দিয়ে শুরু হওয়া লম্বা লড়াই শেষ হবে পুনেতে আগামী ২৮ মার্চে ওয়ানডে সিরিজের মাধ্যমে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball