promotional_ad

দ্বিতীয় টেস্টের ইংল্যান্ড দলে এক পরিবর্তন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ইংল্যান্ডের ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে স্টোকসকে চান না ব্রড

১৪ মার্চ ২৫
স্টুয়ার্ট ব্রড (বামে) ও বেন স্টোকস (ডানে), ফাইল ছবি

শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ডের দ্বিতীয় টেস্টের দলে ফিরেছেন অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসন। ফলে বিশ্রাম দেয়া হয়েছে আরেক অভিজ্ঞ পেসার স্টুয়ার্ট ব্রডকে। প্রথম ম্যাচে ভালো বোলিং করলেও তাঁকে বিশ্রামে রাখছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।


গেল আগস্টে পাকিস্তানের বিপক্ষে টেস্ট ৬০০ উইকেটের মাইলফলক স্পর্শ করার পর থেকেই দলের বাইরে রয়েছেন অ্যান্ডারসন। যদিও এর মাঝে আর কেবল শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র একটি টেস্ট খেলেছে ইংল্যান্ড। কদিন পর ভারতের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংলিশরা।


promotional_ad

বিরাট কোহলির বিপক্ষে ব্রড-অ্যান্ডারসনদের পুরো সার্ভিস পেতে তাঁদের দুজনকে অদল-বদল করে খেলাচ্ছে ইংল্যান্ড। যে কারণে দ্বিতীয় ম্যাচে ব্রডের পরিবর্তে দলে নেয়া হয়েছে প্রথম ম্যাচ না খেলা অ্যান্ডারসনকে।


লঙ্কানদের বিপক্ষে প্রথম টেস্টে বেশ ভালো বোলিং করেছিলেন ব্রড। যেখানে প্রথম ইনিংসে ২০ রানে ৩ উইকেট নিয়েছিলেন তিনি। যদিও দ্বিতীয় ইনিংসে উইকেটশূন্য ছিলেন তিনি।


যদিও দারুণ লাইন লেন্থে বোলিং করে শ্রীল??্কার ব্যাটসম্যানদের চেপে ধরেছিলেন। যেখানে ১৭ ওভার বল করে ১১টি মেইডেন নেন। এদিকে দলে জায়গা ধরে রেখেছেন ড্যান লরেঞ্জ। আর প্রথম ম্যাচে ভালো না করেও একাদশে রয়েছেন মার্ক উড।


ইংল্যান্ড একাদশ(দ্বিতীয় টেস্ট): জ্যাক ক্রলি, ডম সিবলি, জনি বেয়ারস্টো, জো রুট (অধিনায়ক), জস বাটলার (উইকেট রক্ষক), স্যাম কারান, ড্যান লরেন্স, জ্যাক লিচ, মার্ক উড, ডমিনিক বেস, জেমস অ্যান্ডারসন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball