promotional_ad

শ্রীলঙ্কা সিরিজে থাকছে না সীমিত ওভারের ম্যাচ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

খালেদের ছোবলের পর বৃষ্টি ও কেলির দাপট

৮ ঘন্টা আগে
শেষ বিকেলে ১০১ রানের জুটি গড়েছেন নিক কেলি ও ম্যাট বয়েল, বিসিবি

দুই দফা আলোচনার পরও সম্ভব হয়নি বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর। গত বছর অক্টোবরে সিরিজটি প্রায় চূড়ান্ত হলেও লঙ্কান ক্রিকেট বোর্ডের (এসএলসি) সঙ্গে কোয়ারেন্টাইনের সময়সীমা নিয়ে সমঝোতা না হওয়ায় সিরিজটি স্থগিত করা হয়েছে।


ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ভবিষ্যৎ সূচি অনুযায়ী শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি টেস্ট খেলার কথা রয়েছে বাংলাদেশের। সেই সিরিজটি আগামী এপ্রিলে খেলতে আগ্রহী শ্রীলঙ্কা। তবে তিন ম্যাচের সিরিজ থেকে কমে যেতে পারে একটি টেস্ট ম্যাচ।


promotional_ad

এর ফলে সেই সিরিজে বেশ কিছু সীমত ওভারের ম্যাচও যুক্ত করার লক্ষ্য রয়েছে তাদের। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছে, ভবিষ্যৎ সূচির বাইরে সীমিত ওভারের কোনো সিরিজ খেলার সুযোগ নেই বাংলাদেশের। মূলত ব্যস্ত সূচির কারণেই এমনটা মনে করছেন তিনি।


আরো পড়ুন

বাংলাদেশের বিপক্ষে খেলে টেস্ট থেকে অবসর নেবেন ম্যাথিউস

১৩ ঘন্টা আগে
ফাইল ছবি

নাজমুল বলেন, ‘শ্রীলঙ্কা সফরে সীমিত ওভারের খেলা থাকার সুযোগ নেই। কারণ খুবই ঠাসা সূচি। আপনারা জানেন, আমাদের এখন যে শিডিউল… এতে টানা এত খেলবে কীভাবে? আমরা সেই চিন্তায় আছি। বিশেষ করে দেশের বাইরে অনেক খেলা আছে।’


করোনার কারণে দীর্ঘ দশ মাস আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে ছিল বাংলাদেশ। তবে গত বছরের শেষের দিকে বিসিবি প্রেসিডেন্টস কাপ দিয়ে প্রতিযোগীতামূলক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ। এরপর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ খেলেছেন বাংলাদেশের ক্রিকেটাররা।


ক্যারিবীয়দের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করেছে টাইগাররা। এরপর মার্চে  নিউজিল্যান্ড সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। এ ছাড়া করোনার কারণে স্থগিত হওয়ার সিরিজগুলো খেলতেই বেশি আগ্রহী বিসিবি। তাই নতুন করে সিরিজ যোগ করা প্রায় অসম্ভবই বলা চলে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball