নিজেকে টেস্ট দলের আশেপাশেও দেখেন না ম্যাক্সওয়েল

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাঞ্জাবে ম্যাক্সওয়েলের বদলি পেশাওয়ার জালমির ওয়েন
৪ মে ২৫
ওয়ানডে ও টি-টোয়েন্টির এক জনপ্রিয় নাম গ্লেন ম্যাক্সওয়েল। যদিও ছোট ফরম্যাটের ফর্ম টেস্টে নিয়ে যেতে পারেননি তিনি। যে কারণে টেস্ট দলে জায়গা পাওয়ার আশা ছেড়ে দিয়ে ছোট ফরম্যাটের দিকে বরং বেশি মনোযোগী হচ্ছেন তিনি।
ওয়ানডের পারফরম্যান্স দিয়ে নির্বাচকদের মন জয় করে ২০১৩ সালেই টেস্ট টুপি মাথায় উঠেছিলো ম্যাক্সওয়েলের। কিন্তু সাদা বলের দুরন্ত এই অলরাউন্ডার নিজেলকে যেন হারিয়ে খুঁজেছেন টেস্ট ফরম্যাটে। এই কারণেই ৭ টেস্টেই থমকে গিয়েছে তাঁর টেস্ট যাত্রা। যেখানে ঝুলিতে ভারতের বিপক্ষে করা একটিই সেঞ্চুরি রয়েছে তাঁর। একই সঙ্গে রয়েছে ৮টি উইকেট।

মলিন পারফরম্যান্সের কারণেই ২০১৭ সালে বাংলাদেশের বিপক্ষে টেস্ট হারের পর থেকে একপ্রকার ব্রাত্যই হয়ে পড়েন তিনি। সম্প্রতি মিডল অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় ঘরের মাঠে ভারতের বিপক্ষের টানা দ্বিতীয়বার সিরিজ খোয়ায় অস্ট্রেলিয়া। যদিও দলের ব্যাটসম্যানদের এমন ব্যর্থতার পরেও জাতীয় দলের টেস্ট স্কোয়াডের আশেপাশেও নিজেকে দেখছেন না ম্যাক্সওয়েল। বরং তরুণ ক্রিকেটারদের প্রশংসা ঝরেছে তাঁর কন্ঠে।
চোট কাটিয়ে আইপিএলে ফিরছেন হ্যাজেলউড
২৩ ঘন্টা আগে
ম্যাক্সওয়েল এ প্রসঙ্গে বলেন, 'সত্যি বললে আমার মনে হয়না আমি এর (টেস্ট দল) আশেপাশেও রয়েছি। তাদের পরিকল্পনা অনুযায়ী তারা আগাচ্ছে এবং হাতে এমন কিছু খেলোয়াড় আছে যারা অনেক অনেক ভালো প্রথম শ্রেনির খেলোয়াড়। ক্যামেরুন গ্রিণ পরবর্তী তারকা হতে যাচ্ছে। পুকোভোস্কি, ট্রাভিস হেড যারা রয়েছে টেস্টে তাদের গড়ও ৪০ এর মতো।'
সূচি অনুযায়ী চলতি বছরেই বসতে ভারতের মাটিতে বসতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। পরের বছরের একই সংস্করণের আয়োজক অস্ট্রেলিয়া। আর ২০২৩ সালে ৫০ ওভারের বিশ্বকাপ আয়োজন করবে ভারত। টানা তিন বছরের বিশ্বকাপের দিকে পুরো মনোযোগ ম্যাক্সওয়েলের।
সীমিত ওভারের ক্রিকেটে মনোনিবেশ করায় ঘরোয়া ক্রিকেটেও বড় দৈর্ঘ্যের ম্যাচেও ম্যাক্সওয়েলের উপস্থিতি কম লক্ষ্য করা যায়। আর এটিকে শাঁখের করাত ভাবছেন এই ডানহাতি। যদিও টেস্ট ক্রিকেটের সম্মান অর্জনের চেয়ে ওয়ানডে দলে জায়গা ধরে রাখাকেই শ্রেয় ভাবছেন ম্যাক্সওয়েল।
তিনি আরও বলেন, 'দুই পাশে ধারযুক্ত তরবারির মত পরিস্থিতি এটি। অবশ্যই সকলেই নিজেকে সামনে বাড়িয়ে বেশি সম্মান (টেস্ট দল) অর্জন করতে চায়। তবে ওয়ানডে দলে জায়গা হারানোর ঝুঁকি নিয়ে এটি করা লাভজনক নয়।'