আইপিএলে বেঞ্চে বসে টাকা উপার্জনের চেয়ে টেস্ট খেলা ভালো!

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বেথেলের চোটে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যান্টন
১২ ফেব্রুয়ারি ২৫
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অভিজ্ঞতাটি মোটেও ভালো নয় টম ব্যান্টনের। বেশিরভাগ সময়ই রিজার্ভ বেঞ্চে বসে কাটাতে হয়েছে তাঁকে। যে কারণে আইপিএল ছাড়ার সিদ্ধান্ত নিতে পারেন এই ইংলিশ টডঅর্ডার ব্যাটসম্যান। তিনি মনে করেন, বেঞ্চে বসে অর্থ উপার্জনের থেকে ঘরোয়া কাউন্টিতে লাল বলের ক্রিকেট খেলাটা তাঁর জন্য ভালো।
বর্তমানে ইংল্যান্ডের সবচেয়ে প্রতিভাবান তরুণ ক্রিকেটারদের মাঝে অন্যতম একজন ব্যান্টন। জাতীয় দলের হয়ে ভালো করার ফলস্বরূপ আইপিএলে দল পেয়েছিলেন তিনি। গেল মৌসুমে তাঁকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ হয়নি তাঁর।

মৌসুমের বেশিরভাগ সময়ই রিজার্ভ বেঞ্চে বসে কাটিয়েছেন তিনি। মাত্র দুটি ম্যাচে খেলার সুযোগ হলেও নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। দুই ম্যাচে সুযোগ পেয়ে করেছিলেন মাত্র ১৮ রান। যে কারণে আইপিএলের এবারের আসরের আগে তাঁকে ছেড়ে দিয়ে??ে দলটি। ছোট বেলা থেকে আইপিএল দেখে বড় হলেও টেস্টে মনোযোগী হতে আইপিএল ছাড়ার কথা ভাবছেন তিনি।
এ প্রসঙ্গে ব্যান্টন বলেন, ‘ছেলেবেলা থেকেই আইপিএল দেখে বড় হয়েছি এবং আইপিএলে খেলা দেখতে দারুণ লাগে। তবে আমার মনে হয় আমি এমন একটা পর্যায়ে রয়েছি, যখন বেঞ্চে বসে থাকার বদলে আমার মাঠে নামা উচিত।’
গেল মৌসুমের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘গত বছরে আমার ভালো শিক্ষা হয়েছে। সন্দেহ নেই এইসব টুর্নামেন্টগুলো অসাধারণ। তবে বেশিরভাগ ক্ষেত্রেই আমাকে সাইডলাইনে বসে থাকতে হয়েছে। মাঠে নেমে বিশেষ কিছু করার সুযোগ পাইনি। সত্যি বলতে আমি আমার ব্যাটিং এবং ক্রিকেট খেলাকে মিস করেছি।’
এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি এই ব্রিটিশ তারকা। তবে স্কাই স্পোর্টসকে ইঙ্গিত দিয়েছেন, আইপিএল থেকে দূরে থাকতে পারেন তিনি। সেই সময়টাকে তিনি ব্যবহার করতে চান লাল বলের ক্রিকেট খেলে নিজেকে ইংল্যান্ডের টেস্ট দলে ঢোকার যোগ্য করে তোলার কাজে।
এ প্রসঙ্গে ভাষ্য, ‘আমার মনে হয় লাল বলের ক্রিকেট খেলে নিজেকে পরিণত করার এটাই সঠিক সময়। কেননা আমার স্বপ্ন টেস্ট ক্রিকেট খেলা। তাই আইপিএল নিয়ে এখনই কোনও সিদ্ধান্ত নিইনি। কয়েকজনের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব।’