promotional_ad

আইপিএল খেলতে অনাপত্তি পত্র নিতে হবে স্মিথ-ওয়ার্নারদের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে নিজেকে সরিয়ে নিলে স্টার্ক

১২ ফেব্রুয়ারি ২৫
বল হাতে মিচেল স্টার্ক, বিসিসিআই

ইন্ডিয়ান প্রিমিয়ারি লিগের (আইপিএল) ১৪তম আসরে খেলতে বোর্ড থেকে অনাপত্তিপত্র নিতে হবে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের। সম্প্রতি এমনটাই জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী নিক হকলে। স্বাস্থ্যঝুঁকি কিংবা ইনজুরিজনিত সমস্যা থাকলে আইপিএল খেলতে অনাপত্তিপত্র নাও পেতে পারেন স্টিভেন স্মিথরা।


করোনার কারণে সম্প্রতি দক্ষিণ আফ্রিকা বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ স্থগিত করেছে অস্ট্রেলিয়া। যে কারণে ক্রিকেটারদের স্বাস্থ্য নিরাপত্তা নিয়ে বেশ সতর্ক তারা। যদিও টুর্নামেন্টটির গেল আসরের স্বাস্থ্য নিরাপত্তা নিয়ে বেশ খুশি অস্ট্রেলিয়া। তবে ভারতের মাটিতে খেলা হওয়ায় এটি নিয়ে সতর্ক থাকতে চায় অজিরা।


promotional_ad

ক্রিকেটারদের অনাপত্তিপত্র নিয়ে হকলে বলেন, ‘আমরা স্পষ্টতই গেল বছরের আইপিএল থেকে নজির পেয়েছি। তারা গত বছর স্বাস্থ্য সুরক্ষার প্রমাণ দিয়েছে। এখন যদি কেউ আবেদন (অনাপত্তিপত্রের জন্য) করে তাহলে আমরা প্রত্যেকের যোগ্যতা অনুযায়ী অনাপত্তিপত্র দেব।’


আরো পড়ুন

‘ট্রফি না জিতলে এক মৌসুমে ৬০০—৭০০ রান করার দাম নেই’

১ মে ২৫
বিসিসিআই

এবারের আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে প্যাট কামিন্স ও সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলতে দেখা যাবে ডেভিড ওয়ার্নারকে। গেল আসরে স্মিথ-ফিঞ্চ-ম্যাক্সওয়েলরা ভিন্ন ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে মাঠ মাতালেও এবারের আসরের আগে তাঁদেরকে ছেড়ে দিয়েছে দলগুলো।


যদিও নিলাম থেকে তাঁদেরকে দলে নেয়ার সুযোগ থাকছে দলগুলোর। আইপিএলের এবারের আসরের নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১৮ ফেব্রুয়ারি। এর আগে আটটি দল গেল ২০ জানুয়ারি তাঁদের ধরে রাখা এবং ছেড়ে দেয়া খেলোয়াড়দের চূড়ান্ত তালিকা ভারতীয় বোর্ডে জমা দিয়েছিল।


যদিও কোন কোন ভেন্যুতে এবারের আসর অনুষ্ঠিত হবে তা এখনো জানায়নি বোর্ড অফ ক্রিকেট ফর কন্ট্রোল ইন ইন্ডিয়া (বিসিসিআই)। করোনার কারণে গেল আসর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হলেও এবার ভারতের মাটিতে আয়োজন করতে চায় তারা। ভারতীয় সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, আগামী ১১ এপ্রিল থেকে আইপিএলের ১৪ তম আসর আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বিসিসিআই।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball