মে মাসে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভেন্যু সংকটে পিছিয়ে যাচ্ছে বিসিএল, শুরু ১৫ জুন
১২ এপ্রিল ২৫
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী মে মাসে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা। সংক্ষিপ্ত ফরম্যাটের সেই সিরিজটি আগে বা পরে বাংলাদেশও শ্রীলঙ্কা সফর করবে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান সিরিজ শেষে নিউজিল্যান্ড সফর যাবে বাংলাদেশ। কিউদের বিপক্ষে সিরিজ শেষে দেশে ফিরে কিছুটা ফাঁকা সময় পাবে টাইগাররা। মে মাসের দিকে শ্রীলঙ্কার কোনো খেলা নেই। যে কারণে সেই সময়টায় ঘরের মাঠে ওয়ানডে সিরিজ আয়োজন করতে চায় বিসিবি।

সেই সঙ্গে গত বছরের জুলাইয়ে শ্রীলঙ্কা মাটিতে হতে যাওয়া স্থগিতকৃত টেস্ট সিরিজটিও আয়োজন করতে মূখিয়ে দুই দেশের ক্রিকেট বোর্ড। সিরিজটি কবে হবে সেটা নিশ্চিত না হলেও ওয়ানডে সিরিজের আগে বা পরে মাঠে গড়াবে বলে জানান আকরাম। বিসিবির এই কর্মকর্তা জানান, দুইটি সফরই নিশ্চিত করেছেন দুই দেশের ক্রিকেট বোর্ড।
খালেদের ছোবলের পর বৃষ্টি ও কেলির দাপট
৮ ঘন্টা আগে
এ প্রসঙ্গে আকরাম বলেন, ‘শ্রীলঙ্কা দল মে মাসে বাংলাদেশে আসবে। আমরা সেখানে যাচ্ছি না। তবে এর আগেও আমরা সেখানে যেতে পারি, পরেও যেতে পারি। কিন্তু দুইটা সফরই চূড়ান্ত আছে।’
২ টেস্ট, ৩ ওয়ানডে এবং ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। রোডেশিয়ানদের বিপক্ষে সিরিজ প্রসঙ্গে আকরামের ভাষ্য, ‘জিম্বাবুয়েরটা এখনো নিশ্চিত না, হয়তোবা আমরা কিছুদিনের মধ্যেই চূড়ান্ত করব। যেহেতু এটা বাতিল হয়ে গেছিল আর আমাদের দুইটা বোর্ডেরই সময়ের একটা ব্যাপার আছে।’
তিনি আরও বলেন, ‘আমরা চিন্তাভাবনা করছি। আমাদের খেলোয়াড়দের বিশ্রামেরও একটা ব্যাপার আছে। এটা আসলে খেলোয়াড়দের জন্য বেশ কষ্টসাধ্য। এই যে জৈব সুরক্ষা বলয় এটি খেলোয়াড়দের জন্য অনেক বড় একটা চাপ, তো এটাও আমরা মাথায় রেখেছি। অতিরিক্তি খেলা, খেলোয়াড়দের বিশ্রামও গুরুত্বপূর্ণ, তো সবকিছু বিবেচনা করেই আমরা সফরটি করছি।’