অস্ট্রেলিয়ার বর্ষসেরা স্টিভ স্মিথ

ছবি: ক্রিকেট অস্ট্রেলিয়া

|| ডেস্ক রিপোর্ট ||
২০৩২ অলিম্পিকের পর ভেঙে ফেলা হবে গ্যাবা স্টেডিয়াম
২৫ মার্চ ২৫
২০২০-২১ মৌসুমে অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন স্টিভ স্মিথ। শনিবার 'অ্যালান বোর্ডার পদক' পাওয়ার সঙ্গে ওয়ানডে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কারও পেয়েছেন দেশটির সাবেক এই অধিনায়ক।
তৃতীয়বারের মতো অস্ট্রেলিয়ার বর্ষসেরা নির্বাচিত হয়েছেন স্মিথ। ১২৬ ভোট পেয়ে সবাইকে পেছনে ফেলেছেন তিনি।স্মিথের সমান ৩বার বর্ষসেরা হয়েছেন ডেভিড ওয়ার্নার। এই দুজনের ওপরে আছেন শুধু রিকি পন্টিং এবং মাইকেল ক্লার্ক।

স্মিথ ছাড়া টেস্টের বর্ষসেরা নির্বাচিত হয়েছে প্যাট কামিন্স। টি-টোয়েন্টি ফরম্যাটে নির্বাচিত হয়েছেন অ্যাস্টন অ্যাগার। কামিন্স পেয়েছেন ১১৪ ভোট, ৯৭টি ভোট পেয়েছেন অ্যারন ফিঞ্চ।
বর্ষসেরা হওয়ার পর স্মিথ বলেন, 'আমি একটু অবাকই হয়েছি। মনে হয়নি এবার এতো বেশি টেস্ট খেলেছি এবার। তবে ওয়ানডেতে বেশি ছন্দে ছিলাম যেকারনেই হয়তো এতো ভোট এসেছে। অবশ্যই এটা একটা বড় সম্মান, তৃতীয়বারের মতো জিততে পারলাম।'
'আমি ওয়ানডেতে ভালোই খেলেছিলাম কিন্তু দল হিসেবেই পারফর্ম করাটা জরুরি ছিল। আমরা ইংল্যান্ডকে ওদের মাটিতে হারিয়েছিলাম। তবে ওই সিরিজটি আমি খেলিনি। ভারতের সঙ্গে ভালো ছন্দে ছিলাম। বছরটা ভালোই কেটেছে। আশা করছি এটা সামনেও বহাল থাকবে।'
করোনার প্রাদুর্ভাবে বছরের অর্ধেক সময় ক্রিকেট না হলেও বিদেশ সফরের পারফরম্যান্সের ওপরেই এবার ক্রিকেটারদের নির্বাচন করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। গত বছরের দক্ষিণ আফ্রিকা এবং ভারত সফর ছাড়াও নিউজিল্যান্ড সিরিজ, ঘরের মাঠে ইংল্যান্ড ও ভারত সিরিজের পারফরম্যান্সের ওপরেই ক্রিকেটাররা পুরস্কার পেয়েছেন।